অ্যাটলাস ব্রাউজার : এআই বিস্ময় নাকি নতুন বিড়ম্বনা?
 
						প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৩:১৩
-68fdca005d942.png) 
					ছবি : বাংলাদেশের খবর গ্রাফিক্স
ওপেনএআই উন্মোচন করেছে এক যুগান্তকারী প্রযুক্তি অ্যাটলাস ব্রাউজার। এটি কেবল একটি সার্চ টুল নয় বরং এমন এক সহকারী যে আপনার জন্য ভ্রমণ পরিকল্পনা করবে, ই-মেইল ম্যানেজ করবে, অনলাইন কেনাকাটা কিংবা হোটেল বুকিংও স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করবে। শুনতে খুব ফিউচার স্টিক লাগছে, তাই না? কিন্তু এই সুবিধার আড়ালেই লুকিয়ে আছে নিরাপত্তা ঝুঁকি।
অ্যাটলাসে রয়েছে দুটি চমকপ্রদ ফিচার। প্রথমটি ব্রাউজার মেমরি, যা ব্যবহারকারীর পূর্বের সার্চ বা ওয়েব সার্ফিং মনে রেখে ভবিষ্যতে পরামর্শ দেয়। দ্বিতীয়টি আরও শক্তিশালী এজেন্ট মোড, যেখানে এআই নিজেই ওয়েবসাইটে ক্লিক করতে, ফর্ম পূরণ করতে কিংবা নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে পারে। বিষয়টি জাদুর মত তাই তো? কিন্তু এখানেই মূল সমস্যা।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, অ্যাটলাসে এমন কিছু দুর্বলতা রয়েছে যা প্রম্পট ইনজেকশন আক্রমণের সুযোগ তৈরি করছে। এটি এমন এক কৌশল, যেখানে ক্ষতিকর কোড ওয়েবপেজের ভেতরে লুকিয়ে থাকে আর ব্রাউজারের এআই সেটিকে আসল নির্দেশ হিসেবে ধরে নেয়। ফলে আপনার অজান্তেই আপনার পিসির ক্ষতি হয়ে যেতে পারে, হাত ছাড়া হয়ে যেতে পারে আপনার গুরুত্বপূর্ণ তথ্য। এক গবেষক প্রমাণ করে দেখিয়েছেন, একটি সাধারণ গুগল ডকুমেন্টে লুকানো কোড অ্যাটলাস কে নিজের মতো করে ডার্ক মোড থেকে লাইট মোডে পরিবর্তন করতে বাধ্য করেছে।
যুক্তরাজ্যের প্রোগ্রামার সাইমন উইলিসন সতর্ক করে বলেছেন, এই প্রযুক্তিগুলোর নিরাপত্তা এখনো ভীষণ নাজুক। ব্যবহারকারীকে সর্বক্ষণ নজর রাখতে হবে এআই কী করছে নাহলে আক্রমণের ঝুঁকি বাড়তেই থাকবে।
এমআইটির অধ্যাপক শ্রীনি দেবদাস, আরও কঠিন সতর্কবার্তা দিয়েছেন, 'যদি কেউ এআইকে ধোঁকা দিতে পারে, তাহলে মূলত সে ব্যবহারকারীকেই ধোঁকা দিচ্ছে। কারণ এআই তো কাজ করে ব্যবহারকারীর অনুমতি ও তথ্যের ওপর।'
সবচেয়ে ভয়ংকর বিষয়টি হলো নজরদারি। অ্যাটলাস শুধু সার্চ হিস্টোরি নয়, বরং আপনি কোন ওয়েবসাইটে যান, কতক্ষণ থাকেন, কী ফর্ম পূরণ করেন সবই পর্যবেক্ষণ করতে সক্ষম। এর ফলে আপনার ব্যক্তিগত অভ্যাস, মানসিক অবস্থা, এমনকি আর্থিক কার্যকলাপের পূর্ণ চিত্র তৈরি করে ফেলতে পারে এই ব্রাউজার। অর্থাৎ, সুবিধার বিনিময়ে আপনি হয়ত আপনার গোপনীয়তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা তৈরি করে দিচ্ছেন।
ওপেনএআই অবশ্য বলছে তারা নিরাপত্তা সমস্যা সমাধানে কাজ করছে। কোম্পানির নিরাপত্তা প্রধান ডেন স্টাকি স্বীকার করেছেন, প্রম্পট ইনজেকশন এখনো এক বড় নিরাপত্তা চ্যালেঞ্জ। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এটি কেবল অ্যাটলাস নয় বরং সব ধরনের এআই চালিত ব্রাউজারের জন্যই মৌলিক ঝুঁকি।
প্রযুক্তি বিশ্লেষকদের ভাষায়, অ্যাটলাস একদিকে যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ওয়েব ব্রাউজিং যুগের সূচনা করছে, তেমনি খুলে দিচ্ছে নতুন ধরনের সাইবার অনিশ্চয়তার দরজা। ভবিষ্যতের ব্রাউজার কি আমাদের সময় বাঁচাবে নাকি হাতছাড়া করবে আমাদের গোপনীয়তা? এই প্রশ্নের উত্তর রয়েছে সময়ের হাতে।
সূত্র : cloudfactory.com
ডিআর/এনএম


 
			