-68fdd35f0a729.png) 
					ছবি : বাংলাদেশের খবর গ্রাফিক্স
মাইক্রোসফট তাদের জনপ্রিয় এজ ব্রাউজারে নিয়ে এলো নতুন কোপাইলট মোড। এই নতুন ফিচারের মাধ্যমে এখন ব্যবহারকারীরা ব্রাউজিংয়ের সময়ই আরও শক্তিশালী এআই-এর সহায়তা পাবেন।
কোপাইলট মোড এজ এর সাইড প্যানেলে যুক্ত করা হয়েছে, ফলে আলাদা কোনো ট্যাব খোলার দরকার হবে না। এই মোড ব্যবহার করে ওয়েবপেজের তথ্য সারাংশ তৈরি, লেখা রিরাইট করা, কিংবা রিসার্চ‑সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করা যাবে সরাসরি ব্রাউজারের মধ্যেই।
মাইক্রোসফট জানিয়েছে, নতুন এ ফিচারটি তাদের সর্বশেষ এআই চালিত এজ ব্রাউজারের অংশ, যা ধীরে ধীরে উইন্ডোজ ১১ ও অন্যান্য প্ল্যাটফর্মে রোল আউট করা হবে।
বিশেষজ্ঞদের মতে, এই আপডেটের মাধ্যমে এজ ব্রাউজার এখন কাজের গতিকে আরও বাড়িয়ে তুলবে। কনটেন্ট তৈরি, তথ্য ব্যবস্থাপনা, ও প্রোডাক্টিভিটি সম্পর্কিত কাজে এজ এর এই নতুন এআই সহায়ক ফিচার ব্যবহারকারীদের সময় ও পরিশ্রম দুই‑ই বাঁচাবে।
সূত্র : theverge
ডিআর/এমএন


 
			 
							