-6902147c30217.png) 
					সেপ্টেম্বরে লঞ্চ হওয়া আইফোন ১৭ (iPhone 17) বাজারে রীতিমতো ঝড় তুলেছে। যুক্তরাষ্ট্র, চীন ও ভারতসহ বিশ্বের নানা প্রান্তে আইফোন সিরিজের নতুন মডেলের জন্য দীর্ঘ লাইন ও উন্মাদনা দেখা গেছে। দাম অপরিবর্তিত (৭৯৯ ডলার) রেখেও উন্নত ক্যামেরা, ফাস্ট চিপ, স্মার্ট এআই ফিচার আর বাড়তি স্টোরেজের জন্য গ্রাহকদের ক্রয়ের আগ্রহ বেড়েছে বলে জানা গেছে।
লঞ্চের প্রথম ১০ দিনেই আইফোন ১৭ বিক্রি আগের বছরের আইফোন ১৬ কে প্রায় ১৪ শতাংশ ছাড়িয়ে গেছে। বিশ্লেষক আর গবেষণা প্রতিবেদন বলছে, অ্যাপল সরবরাহ বাড়াতে এখন উৎপাদনও বৃদ্ধি করছে। প্রিমিয়াম সেগমেন্টে এই সাফল্য অ্যাপলের জন্য বড় মাইলফলক।
চাহিদা ও বিক্রির রেকর্ডে অ্যাপল কোম্পানির শেয়ারমূল্য সর্বকালের সেরা অবস্থানে উঠে গেছে, বাজারমূল্য পৌঁছেছে ৪ ট্রিলিয়ন ডলারের। গত তিন মাসে শেয়ারদর বেড়েছে প্রায় ২৫ শতাংশ, যা টেক দুনিয়ায় নতুন রেকর্ড।
বিশ্লেষকদের মতে, নতুন ডিজাইন, শক্তিশালী ক্যামেরা এবং উন্নত এআই চিপের কারণে আইফোন ১৭ এখন সবচেয়ে বেশি পছন্দের স্মার্টফোন। অ্যাপল এই সাফল্য ধরে রাখতে প্রত্যাশী। আগামীতে এর চাহিদা আর বাড়বে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।
সূত্র : Economic Times
ডিআর/এনএম


 
			 
							