ভারতে বিনামূল্যে এক বছরের জন্য চ্যাট জিপিটি গো
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৮:৫৪
ভারতে ব্যবহারকারীদের জন্য বড় বিশাল সুবিধা ঘোষণা করলো কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেন এআই। আগামী ৪ নভেম্বর, ২০২৫ থেকে দেশটির সকল ব্যবহারকারী পুরো এক বছর বিনামূল্যে ব্যবহার করতে পারবেন চ্যাট জিপিটি গো (ChatGPT Go)।
চ্যাট জিপিটি গো হলো পেন এআইয়ের একটি উন্নত মানের সাবস্ক্রিপশন সুবিধা যার মাধ্যমে ব্যবহারকারীরা বেশিসংখ্যক বার্তা পাঠাতে পারবেন, ছবি তৈরি করতে পারবেন, ফাইল আপলোড ও বিশ্লেষণ করতে পারবেন এবং ভয়েজ মোডে আর ভাল অভিজ্ঞতা পাবেন।
ইতোমধ্যে ভারত ওপেন এআইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে বিশালসংখ্যক ব্যবহারকারী প্রতিদিন এআই টুল কাজে লাগাচ্ছেন। সেই বাজারকে আরও শক্তিশালী করতে এবং প্রযুক্তিকে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
তারা আশা করছে, এই সুযোগ বিশেষ করে শিক্ষার্থী, তরুণ উদ্ভাবক, পেশাজীবী, কনটেন্ট নির্মাতা এবং গবেষকদের কাজকে অনেক সহজ করে দেবে, তারা আরও নতুন নতুন সম্ভাবনা তৈরির সুযোগ পাবেন।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে একটি সময়োপযোগী পদক্ষেপ, যেখানে গুগল ও অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও বিনামূল্যে উন্নত এআই সেবা দেওয়ার প্রতিযোগিতায় রয়েছে। ভারতীয় প্রযুক্তি বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করতেই এই কৌশল অবলম্বন করেছে ওপেন এআই।
ওপেন এআইয়ের এই উদ্যোগ প্রযুক্তিকে গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি মানবিক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। এক বছর বিনামূল্যে চ্যাট জিপিটি গো ব্যবহার করতে পারা ভারতীয়দের জন্য নিঃসন্দেহে এক বড় সুযোগ, যা তাদের ডিজিটাল দক্ষতা ও সৃজনশীলতার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করতে সহায়তা করবে।
সূত্র : reuters
ডিআর/এমএন

