গ্রামারলি'র কোম্পানির নাম বদলে এখন সুপারহিউম্যান
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৯:৪৭
জনপ্রিয় রাইটিং অ্যাসিস্ট্যান্ট গ্রামারলি তাদের কোম্পানির নাম পরিবর্তন করেছে। এখন থেকে প্রতিষ্ঠানটি পরিচিত হবে সুপারহিউম্যান নামে। তবে ব্যবহারকারীদের সুবিধার কথা চিন্তা করে গ্রামারলি অ্যাপের নাম অপরিবর্তিতই থাকবে। অর্থাৎ, আপনি আগের মতোই গ্রামারলি ব্যবহার করতে পারবেন, শুধু এর পেছনের প্রতিষ্ঠানটির পরিচয় বদলে গেছে।
নাম পরিবর্তনের সঙ্গে তারা উন্মোচন করেছে আরও শক্তিশালী এআই সহকারী 'সুপারহিউম্যান গো'। এটি গ্রামারলি এক্সটেনশন হিসেবে কাজ করবে। নতুন এই অ্যাসিস্ট্যান্ট শুধু ব্যাকরণ ঠিক করবে না, বরং ইমেইলের ভাষাকে আরও প্রফেশনাল করে দেবে। পাশাপাশি জিমেইল, গুগল ড্রাইভ, ক্যালেন্ডারের সঙ্গে যুক্ত হয়ে মিটিং নির্ধারণ করা, টিকিট লগ করা, এমন আরও নানা কাজ সহজেই করে দেবে।
কোম্পানি জানায়, আগামীতে সুপার হিউম্যান গো আরও উন্নত হবে। অফিসের সিআরএম বা অভ্যন্তরীণ সিস্টেম থেকে তথ্য সংগ্রহ করে ইমেইলে স্বয়ংক্রিয় ও প্রসঙ্গভিত্তিক সাজেশন দিতে সক্ষম হবে। ফলে পেশাদার যোগাযোগ আরও দ্রুত ও নির্ভুলভাবে পরিচালনা করা যাবে।
এছাড়া নতুন ব্র্যান্ডের অধীনে গ্রামারলি তাদের অন্যান্য পণ্যের ফিচার ও নামেও পরিবর্তন আনার পরিকল্পনা করছে।
সাবস্ক্রিপশন মূল্যও জানিয়েছে তারা।
প্রো প্ল্যান মাসিক ১২ ডলার এবং বিজনেস প্ল্যান মাসিক ৩৩ ডলার।
বিজনেস প্ল্যানে অতিরিক্ত সুবিধা হিসেবে থাকবে সুপার হিউম্যান মেইল ফিচার।
সূত্র : beebom
ডিআর/এমএন

