Logo

প্রযুক্তি

গুগল পিক্সেল ১০এ : ডিজাইন ফাঁস, কি থাকছে ফোনে

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১২:০৪

গুগল পিক্সেল ১০এ : ডিজাইন ফাঁস, কি থাকছে ফোনে

ছবি : বাংলাদেশের খবর গ্রাফিক্স

গুগল পিক্সেল ১০এ নামের নতুন স্মার্টফোনের নকশা ও স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। ফাঁস হওয়া কম্পিউটার অ্যাডেড ডিজাইন (CAD) রেন্ডার ও বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, নতুন পিক্সেল ১০এ দেখতে অনেকটা আগের পিক্সেল সিরিজের মতো। তবে নতুন ডিভাইসটিতে সম্পূর্ণ ই-সিম থাকতে পারে, অর্থাৎ এতে আলাদা সিমকার্ড ব্যবহার করার দরকার হবে না। ক্যামেরা ও প্রসেসর আগের তুলনায় আরও উন্নত হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

আলোচনায় উঠে এসেছে, পিক্সেল ১০এ'র ব্যাটারি লাইফ এবং পারফরম্যান্স আগের পিক্সেল ফোনের চেয়ে বেশি ভালো হবে। সম্ভাব্য ২০২৬ সালের মার্চে গ্লোবাল লঞ্চের পরিকল্পনা করছে গুগল। বর্তমানে প্রযুক্তি মিডিয়ায় পিক্সেল ১০এ'র নতুন ডিজাইন ও ফিচার নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ব্যবহারকারীরা অপেক্ষা করছেন, কবে তাদের হাতে পৌঁছাবে গুগলের পরবর্তী প্রজন্মের এই স্মার্টফোন।

সূত্র : androidheadlines

ডিআর/এমএন

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রযুক্তি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর