ছবি: বাংলাদেশের খবর গ্রাফিক্স
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট সাম্প্রতিক সময়ে বড় ধরনের কর্মীসংখ্যা ছাঁটাই করলেও শীঘ্রই নতুন কর্মী নিয়োগের মাধ্যমে তাদের কর্মীসংখ্যা বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে। চলতি বছরে তারা প্রায় ১৫,০০০ কর্মীকে ছাঁটাই করেছে, যা তাদের মোট কর্মীসংখ্যার চার থেকে পাঁচ শতাংশের কাছাকাছি। মাইক্রোসফট জানায়, এই ছাঁটাই বিশেষ করে সেলস ও গেমিং বিভাগে বেশি হয়েছে, কারণ আইটি ও সফটওয়্যার খাতে কর্মসংস্থানের ধরণ আজকের আধুনিক প্রযুক্তির সঙ্গে মানানসই করে পরিবর্তন করা হচ্ছে।
কিন্তু এই নিদারুণ পদক্ষেপের মধ্যেও প্রতিষ্ঠানটি বলেছে, শীঘ্রই তারা দক্ষ ও উদ্ভাবনী নতুন কর্মীদের নিয়োগ দিয়ে তাদের টিম পুনর্গঠন করবে। নতুন কর্মীরা মূলত আধুনিক প্রযুক্তি ও নতুন প্রকল্পে কাজ করবেন যাতে মাইক্রোসফট তার প্রযুক্তিগত আধিপত্য বজায় রাখতে পারে। মাইক্রোসফটের উর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই পরিবর্তনগুলোর মাধ্যমে তারা উৎপাদনশীলতা বাড়াতে এবং বাজারের চাহিদায় মানিয়ে চলতে সক্ষম হবে।
মাইক্রোসফটের তরফ থেকে বলা হয়েছে, বাজারের পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য এই সাংগঠনিক পরিবর্তনগুলো প্রয়োজন। প্রতিষ্ঠানটি চাইছে কর্মীদের সময় ও শক্তি যাতে সত্যিই অর্থবহ ও সৃজনশীল কাজে ব্যয় হয়। তাই, কর্মী ছাঁটাই হলেও তা ছিল ভবিষ্যতের প্রযুক্তিগত অগ্রগতির প্রস্তুতি এবং কর্মী পুনর্গঠনের একটা ধাপ।
আপেক্ষিকভাবে, মাইক্রোসফট আগামী দিনগুলোতে প্রযুক্তি উন্নয়নের পথে একধাপ এগিয়ে যেতে কর্মী নিয়োগ বৃদ্ধি করবে। এটি কম্পানিকে গতিশীল করার প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে।
এই সঙ্কটে প্রযুক্তি পেশার জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, যেখানে যারা আধুনিক টেকনোলজিতে দক্ষ তারা কোম্পানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আর এই পরিবর্তন মাইক্রোসফটকে করে তুলবে আগামীর তথ্য প্রযুক্তি খাতের অগ্রদূত।
মাইক্রোসফটের এই কর্মী নীতি শুধুমাত্র আর্থিক কৌশল নয়, বরং আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা, যা তাদের বিশ্ব প্রযুক্তি বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান সম্মানজনক রাখবে।
সূত্র : reuters
ডিআর/এম এন

