যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, এনভিডিয়া কোম্পানির সর্বাধুনিক ব্ল্যাকওয়েল (Blackwell) এআই চিপ শুধুমাত্র আমেরিকার জন্যই সংরক্ষিত থাকবে।
তিনি বলেন, চীনসহ বিশ্বের অন্য কোনো দেশ যেন এই অত্যাধুনিক চিপ নিতে না পারে, সেই বিষয়টি আমেরিকা কঠোরভাবে নিশ্চিত করবে।
ট্রাম্প সম্প্রতি সিবিএস নিউজের '৬০ মিনিটস' অনুষ্ঠানে এবং এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপে বলেন, এনভিডিয়া এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রযুক্তি প্রতিষ্ঠান। তাদের ব্ল্যাকওয়েল এআই চিপ শুধু আমেরিকার কোম্পানিগুলো ব্যবহার করতে পারবে। অন্য কোনো দেশের হাতে এটি যাবে না।
এদিকে, ট্রাম্প প্রশাসন এর আগেও প্রযুক্তিগত দিক থেকে যুক্তরাষ্ট্রকে এগিয়ে রাখতে এবং চীনের প্রতিযোগিদের সুবিধা দিতে নতুন কিছু নীতি গ্রহণ করেছিল। তবু সাম্প্রতিক সময়ে এনভিডিয়া কোম্পানি দক্ষিণ কোরিয়ার বড় বড় ব্যাবসায়িক গ্রুপসহ অন্যান্য বিদেশি প্রতিষ্ঠানকে ২ লাখ ৬০ হাজারেরও বেশি ব্ল্যাকওয়েল চিপ সরবরাহের ঘোষণা দিয়েছে।
গত আগস্টে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, কিছু চীনা কোম্পানিকে সীমিত ক্ষমতার ব্ল্যাকওয়েল চিপ বিক্রি করা হতে পারে। কিন্তু সিবিএসে তিনি বলেছেন, সবচেয়ে উন্নত সংস্করণটি চীনের হাতে কোনোভাবেই যাবে না।
এ বিষয়ে মার্কিন কংগ্রেসম্যান জন মুলেনার বলেন, চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশের হাতে ব্ল্যাকওয়েল চিপ পৌঁছানো মানে ইরানকে অত্যাধুনিক অস্ত্র দেওয়ার মতোই বিপজ্জনক ব্যাপার হবে।
এনভিডিয়ার সিইও জেন্সেন হুয়াং বলেন, তারা চীনা বাজারে প্রবেশের জন্য কোনো মার্কিন সরকারি লাইসেন্সের চেষ্টা করছেন না। কারণ, চীন সরকার নিজেই এখন এনভিডিয়াকে বাজারে দেখতে চায় না বলে পরিষ্কার করে দিয়েছে।
সূত্র : রয়টার্স
- এমএন

