Logo

প্রযুক্তি

অ্যাপল ওয়াচের বিশেষ হোয়াটসঅ্যাপ

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৯:৫৩

অ্যাপল ওয়াচের বিশেষ হোয়াটসঅ্যাপ

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

হোয়াটসঅ্যাপ অবশেষে অ্যাপল ওয়াচের জন্য একটি পূর্ণাঙ্গ ও ইনডিপেন্ডেন্ট অ্যাপ চালু করেছে, যা অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের জন্য দারুণ খবর। এখন আইফোন ছাড়াই হাতঘড়ি থেকে সরাসরি মেসেজ পড়া, পাঠানো পাঠানো সম্ভব হবে।

এই অ্যাপ অ্যাপল ওয়াচ সিরিজ ৪ ও পরবর্তী মডেলগুলোতে, ওয়াচওএস ১০ কিংবা তার পরবর্তী ভার্সনে কাজ করবে। মেসেজ নোটিফিকেশন, ইমোজি রিঅ্যাকশন আর ছবি স্টিকার দেখাসহ অনেক নতুন সুবিধা যুক্ত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, সব মেসেজ এবং কল এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে, অর্থাৎ সম্পূর্ণ নিরাপদ।

এর আগেও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন স্মার্টওয়াচ থেকে মেসেজিংয়ের পূর্ণ সুবিধা পাওয়ার জন্য। অবশেষে, মেটা এই চাহিদা পূরণ করল।

সূত্র : techcrunch

ডিআর/এমএন

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রযুক্তি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর