Logo

প্রযুক্তি

চাপে চীন!

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৩:০১

চাপে চীন!

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলোর টেলিকম শিল্পে আসছে বড় পরিবর্তন। ইইউ সিদ্ধান্ত নিচ্ছে চীনের দুই বড় প্রযুক্তি প্রতিষ্ঠান, হুয়াওয়ে ও জেডটিই এর সরঞ্জাম ধীরে ধীরে নিষিদ্ধ করার। এই পদক্ষেপের পিছনে রয়েছে নিরাপত্তাসংক্রান্ত গুরুতর উদ্বেগ, কারণ ইইউ ভাবছে, এই কোম্পানিগুলো তাদের নেটওয়ার্কে স্পাইওয়্যার যুক্ত করে তথ্য চুরি করতে পারে।

ইইউ কমিশন ২০২০ সালে প্রথমবার এই দুই কোম্পানিকে হাই-রিস্ক সাপ্লাইয়ার হিসেবে চিহ্নিত করে। বর্তমান পরিস্থিতিতে এটি বাধ্যতামূলক একটি আইন হিসেবে রূপ নিতে চলেছে। এতে ইইউর সব সদস্য দেশকে নতুন ৫জি এবং ফাইবার নেটওয়ার্ক থেকে এই চীনা সরঞ্জামাদি ধাপে ধাপে সরাতে বলা হবে। 

এই সিদ্ধান্ত না মানলে অর্থনৈতিক জরিমানা ও আইনি ব্যবস্থা গ্রহণের আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে সুইডেন পুরোপুরি হুয়াওয়ে নিষিদ্ধ করেছে, আর জার্মানি ও ফিনল্যান্ডও কঠোর নিয়ম আনতে যাচ্ছে। তবে স্পেন ও গ্রিস এখনো এই সরঞ্জাম ব্যবহার করছে, যা সদস্য দেশগুলোর মধ্যে মতপার্থক্যের ইঙ্গিত দেয়।

এছাড়া, ইইউর বড় বিনিয়োগ প্রোগ্রাম গ্লোবাল গেটওয়ে এমন দেশের প্রকল্পগুলোকে অর্থায়ন করবে না যারা এই চীনা সরঞ্জাম ব্যবহার করে। 

এই উদ্যোগের মাধ্যমে ইইউ প্রযুক্তিগত নিরাপত্তা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে চায়, যাতে পরবর্তীতে আন্তর্জাতিক টেলিকম ক্লাশ বা তথ্যের অপব্যবহার থেকে মুক্ত অবস্থান বজায় থাকে।

সাইবার নিরাপত্তা, প্রযুক্তি এবং বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত আগামী মাসে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: reuters

ডিআর/এমএন

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রযুক্তি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর