Logo

প্রযুক্তি

এআই নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিশ্বব্যাপী উদ্যোগ, ঘোষণা দিল ওপেনএআই

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৪:৩৬

এআই নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিশ্বব্যাপী উদ্যোগ, ঘোষণা দিল ওপেনএআই

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

ওপেনএআই সম্প্রতি একটি নতুন গ্লোবাল সেফটি ইনিশিয়েটিভ ঘোষণা করেছে, যেখানে তারা কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) উন্নয়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল : এআই প্রযুক্তির সৃষ্টি এবং ব্যবহারের ঝুঁকি নিয়ন্ত্রণ করা এবং এর নিরাপত্তা নিশ্চিত করা।

ওপেনএআই’র প্রযুক্তি কর্মকর্তা মিরা মুরাতি জানিয়েছেন, যদি এআইয়ের উন্নয়নের গতি বৃদ্ধি পায় এবং আন্তর্জাতিক সমন্বয় না ঘটে, তাহলে এটি পারমাণবিক অস্ত্রের মত ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করতে পারে। তাঁদের মতে, এখনই আন্তর্জাতিক স্তরে একটি শক্তিশালী নিয়ন্ত্রক ব্যবস্থার প্রয়োজন, যেখানে বিভিন্ন দেশের সরকার এবং প্রতিষ্ঠান মিলেমিশে কাজ করবে।

এই উদ্যোগের আওতায়, ওপেনএআই তিনটি প্রধান ঝুঁকি চিহ্নিত করেছে : এআইয়ের অপ্রত্যক্ষ এবং নিয়ন্ত্রণহীন আচরণ, মানব নির্দেশনা ছাড়া দ্রুত স্বয়ংক্রিয় উন্নয়ন এবং গ্লোবাল পর্যায়ে তার উপযুক্ত তত্ত্বাবধানে অভাব। এই ঝুঁকিগুলি সঠিক ব্যবস্থাপনা না হলে বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক সমস্যা সৃষ্টি হতে পারে।

বিশ্বজুড়ে অনেকেই এখন এআই প্রযুক্তির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে উদ্বিগ্ন। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্ম এবং ইউরোপীয় ইউনিয়ন পর্যন্ত এ বিষয়ে কঠোর আইন প্রণয়নের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানগুলোও নিজেদের দায়িত্ব হিসেবে এআই নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

এই সব প্রেক্ষাপটে, ওপেনএআই’স গ্লোবাল সেফটি ইনিশিয়েটিভ এমন একটি প্রচেষ্টা, যা এআই ব্যবহারের নিয়ন্ত্রণ এবং উন্নয়নের ভারসাম্য রক্ষা করবে। এটি কেবল প্রযুক্তি নির্মাতাদের জন্য নয় বরং পুরো বিশ্বকে নিরাপদ রাখতে একটি যুগান্তকারী উদ্যোগ বলে মনে করছেন অনেকে।

সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত উন্নয়ন এবং তার সম্ভাবনাময় ব্যবহার নির্ভর করছে সঠিক নিয়ন্ত্রণ, দায়িত্বশীল গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর। ওপেনএআইয়ের এই উদ্যোগ সেই দিক নির্দেশ দিচ্ছে, যাতে মানব সমাজ প্রযুক্তির সুফল ভোগ করতে পারে এবং ঝুঁকি থেকে নিরাপদ থাকে।

সূত্র : smartcreatorai25

ডিআর/এনএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর