Logo

প্রযুক্তি

জ্যাক টি৯ জয় করলো কেওক্রাডং, বাংলাদেশের দুর্গম পাহাড়ে নতুন সম্ভাবনা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১৭:৩২

জ্যাক টি৯ জয় করলো কেওক্রাডং, বাংলাদেশের দুর্গম পাহাড়ে নতুন সম্ভাবনা

বাংলাদেশের পাহাড়ি অঞ্চল বরাবরই ভ্রমণপিপাসুদের কাছে বিশেষ আকর্ষণের জায়গা। লকডাউনের পর স্থানীয় পর্যটনের জনপ্রিয়তা বাড়ায় সাজেক, বান্দরবান ও বগালেকের মতো নৈসর্গিক গন্তব্যগুলো আরও বেশি পর্যটকের প্রিয় হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর ২০২৫ সালের অক্টোবর মাসে পর্যটকদের জন্য ফের খুলে দেওয়া হয় সমুদ্রপৃষ্ঠ থেকে ৩২৩৫ ফুট উঁচু দেশের সর্বোচ্চ উচ্চতার সড়ক।

এই প্রেক্ষাপটে বাংলাদেশের বাজারে এসেছে জ্যাক মোটোরসের আধুনিক পিকআপ জ্যাক টি৯, যা বাজারজাত করছে ব্র্যান্ডটির একমাত্র অফিশিয়াল প্রস্তুতকারক ও সরবরাহকারী র‌্যানকন গ্লোবাল ট্রাকস লিমিটেড। সম্প্রতি দুটি জ্যাক টি৯ নিয়ে জ্যাক মোটোরস টিম ও ট্রাভেল ইনফ্লুয়েন্সার ‘দ্য আউটসাইডার’ ঢাকা থেকে যাত্রা শুরু করে সফলভাবে কেওক্রাডং জয় করে নিরাপদে ফিরে আসে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, জ্যাক টি৯-এ রয়েছে ২.০ লিটার টার্বো ডিজেল ইঞ্জিন, যা ১৬৮ হর্সপাওয়ার ও ৪১০ নিউটন-মিটার টর্ক উৎপাদন করে। শক্তিশালী ফোর-হুইল ড্রাইভ সিস্টেম দুর্গম পাহাড়ি রাস্তায় অতিরিক্ত গ্রিপ নিশ্চিত করে। পাশাপাশি এটি ১ হাজার কেজিরও বেশি ওজন বহনে সক্ষম।

গাড়িটির ইন্টেরিয়রও আধুনিক ও আরামদায়ক। লেদার সিট, ১০.৪ ইঞ্চি টাচস্ক্রিন, সানরুফ, ওয়্যারলেস চার্জিংসহ রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা। নিরাপত্তার জন্য যুক্ত করা হয়েছে এবিএস, ইবিডি ও ইএসপি, যা ড্রাইভকে করে আরও স্থিতিশীল ও নিরাপদ।

র‌্যানকন গ্লোবাল ট্রাকস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শন হাকিম বলেন, র‌্যানকনে আমরা বিশ্বমানের গাড়ি বাংলাদেশে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। কেওক্রাডং জয় করে জ্যাক টি৯ প্রমাণ করেছে, এটি আরও কঠিন পথও আত্মবিশ্বাসের সঙ্গে অতিক্রম করতে পারে।

এমপি/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রযুক্তি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর