বিশ্বজুড়ে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এখন হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত আলাপ থেকে শুরু করে দাপ্তরিক কাজ সবখানেই এর বিচরণ। তবে এত জনপ্রিয় এই প্ল্যাটফর্মে একটি ফিচারের অভাব অনেক ব্যবহারকারীকেই ভাবিয়ে তোলে, আর তা হলো ‘কল রেকর্ডিং’। মূলত ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা এবং বিভিন্ন দেশের আইনি বাধ্যবাধকতার কারণে হোয়াটসঅ্যাপ সরাসরি কল রেকর্ড করার সুবিধা দেয় না। তবে বিশেষ কিছু কৌশলে অ্যান্ড্রয়েড ও আইফোনে এই সুবিধা পাওয়া সম্ভব।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, হোয়াটসঅ্যাপে বিল্ট-ইন কোনো রেকর্ডিং অপশন না থাকলেও থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করে এই কাজটি করা যায়। এর মধ্যে ‘কিউব এসিআর’ (Cube ACR) নামক অ্যাপটি বেশ কার্যকর। অ্যান্ড্রয়েড ফোনে এই সুবিধা পেতে প্রথমে ফোনের সেটিংস থেকে ‘অ্যাক্সেসিবিলিটি’ অপশনে গিয়ে অ্যাপটির কানেক্টর সক্রিয় করে দিতে হয়। এরপর প্রয়োজনীয় পারমিশন বা অনুমতি দিলে হোয়াটসঅ্যাপের ইনকামিং ও আউটগোয়িং উভয় কলই স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা সম্ভব।
তবে কল রেকর্ডিংয়ের ক্ষেত্রে নৈতিকতা ও আইনের বিষয়টি ভুলে গেলে চলবে না। অনেক দেশেই অপরপক্ষের অনুমতি ছাড়া কল রেকর্ড করা দণ্ডনীয় অপরাধ। মেটা কর্তৃপক্ষ মূলত এই গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি এবং তথ্য ফাঁসের সম্ভাবনা এড়াতেই ফিচারটি সরাসরি যুক্ত করেনি। তাই কোনো বিশেষ প্রয়োজনে কল রেকর্ড করতে হলেও আইনি দিক এবং অপরপক্ষের সম্মতির বিষয়টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে ভারত, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মতো দেশগুলোতে এই আইন বেশ কড়া। তাই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সর্তকতা ও সচেতনতাই হওয়া উচিত ব্যবহারকারীর প্রধান অগ্রাধিকার।
ডিআর/এমএন

