Logo

প্রযুক্তি

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গুগল ক্রোম কি আসলে নিরাপদ?

Icon

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১২:০১

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গুগল ক্রোম কি আসলে নিরাপদ?

প্রতিদিনের ইন্টারনেট ব্রাউজিংয়ে গুগল ক্রোম আমাদের অবিচ্ছেদ্য সঙ্গী। কিন্তু এই অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার আড়ালে আপনার অতি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আসলে কতটুকু? সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সাম্প্রতিক পর্যবেক্ষণ বলছে, ক্রোম ব্রাউজার ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তার প্রশ্নটি এখন সঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গবেষকদের মতে, গোপনীয়তার দিক থেকে বর্তমানে অন্যতম ঝুঁকিপূর্ণ ব্রাউজার হিসেবে চিহ্নিত হতে পারে গুগল ক্রোম।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ বব গার্লির এক বিশ্লেষণ থেকে জানা যায়, গুগল ক্রোম ব্যবহারের সময় ব্যবহারকারীর প্রায় প্রতিটি অনলাইন কার্যকলাপই তথ্য হিসেবে সংগ্রহ করা হয়। এর মধ্যে রয়েছে আপনার ব্রাউজিং ইতিহাস, অনুসন্ধানের তথ্য, বুকমার্ক করা ওয়েবসাইটের তালিকা এবং আপনার আইপি ঠিকানাসহ ভৌগোলিক অবস্থান। শুধু তাই নয়, ব্রাউজারে সংরক্ষিত আপনার নাম, পাসওয়ার্ড, ঠিকানা এবং স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা তথ্যগুলোও (অটো-ফিল) নিয়মিত সংগ্রহ করে থাকে এই ব্রাউজারটি। নিরাপত্তা বিশেষজ্ঞদের শঙ্কা, দীর্ঘ সময় ধরে জমানো এই বিপুল তথ্য কাজে লাগিয়ে যে কেউ একজন ব্যক্তির নিখুঁত ‘ডিজিটাল প্রোফাইল’ তৈরি করে ফেলতে পারে, যা দিয়ে তার কেনাকাটার প্রবণতা বা ব্যক্তিগত আগ্রহ সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া সম্ভব।

গুগল অবশ্য বরাবরের মতোই দাবি করে আসছে যে, এসব তথ্য মূলত ব্যবহারকারীদের ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করতে এবং প্রযুক্তিগত ত্রুটি দ্রুত শনাক্ত করতেই ব্যবহার করা হয়। তবে বিশেষজ্ঞদের উদ্বেগ অন্য জায়গায়। সংগ্রহ করা এসব তথ্য বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে পৌঁছানোর সুযোগ থাকায় ব্যবহারকারীর গোপনীয়তা চরম ঝুঁকির মুখে পড়ছে। আর এই উদ্বেগের কারণেই বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে গুগলের তথ্য সংগ্রহ নীতির বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে।

অনেকেই মনে করেন, ‘ইনকগনিটো মোড’ ব্যবহার করলে হয়তো তাদের অনলাইন তৎপরতা পুরোপুরি গোপন থাকে। কিন্তু বাস্তবে এই ধারণাটি অনেকটা ভ্রান্ত। ইনকগনিটো মোড আপনার ব্রাউজিং ইতিহাস স্থানীয়ভাবে জমা না রাখলেও সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলো আপনার আইপি ঠিকানা ও আচরণ সহজেই ট্র্যাক করতে পারে। এমনকি গুগল অ্যাকাউন্টে লগইন থাকা অবস্থায় এই মোড ব্যবহার করলে কোনো তথ্যই পুরোপুরি নিরাপদ থাকে না। তাই ব্যক্তিগত গোপনীয়তা ও তথ্য সুরক্ষায় ক্রোম ব্রাউজার ব্যবহারের ক্ষেত্রে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সূত্র : সূত্র: রিডার্স ডাইজেস্ট

ডিআর/এমএন

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রযুক্তি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর