আপনার ফোন কি অন্যের নিয়ন্ত্রণে? হ্যাক হওয়ার ৭টি লক্ষণ জেনে নিন
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১২:২৯
ইন্টারনেটের ওপর আমাদের দৈনন্দিন নির্ভরতা যত বাড়ছে, সাইবার অপরাধীদের দাপটও পাল্লা দিয়ে ঠিক ততটাই বাড়ছে। বর্তমান সময়ে একজন মানুষের অতি ব্যক্তিগত প্রায় সব তথ্যই জমা থাকে তার হাতের স্মার্টফোনটিতে। আর হ্যাকারদের প্রধান লক্ষ্য এখন এই ডিভাইসটিই। কোনো ক্ষতিকর লিংকে ক্লিক কিংবা অসাবধানতাবশত ম্যালওয়্যার যুক্ত অ্যাপ ডাউনলোডের ফলে আপনার ব্যক্তিগত গোপনীয়তা নিমেষেই চলে যেতে পারে অন্যের হাতে। কিন্তু আপনার ফোনটি হ্যাক হয়েছে কি না, তা সাধারণ ব্যবহারকারী হিসেবে বুঝবেন কীভাবে? বিশেষজ্ঞরা বেশ কিছু সংকেতের কথা জানিয়েছেন, যা সময়মতো শনাক্ত করতে পারলে বড় ধরনের আর্থিক বা সামাজিক ক্ষতি এড়ানো সম্ভব।
স্মার্টফোন হ্যাক হওয়ার অন্যতম প্রধান লক্ষণ হলো ব্যাটারির অস্বাভাবিক আচরণ। যদি দেখেন আপনার ফোনের চার্জ আগের চেয়ে দ্রুত শেষ হয়ে যাচ্ছে, তবে সাবধান হওয়া জরুরি। অনেক সময় ব্যাকগ্রাউন্ডে হ্যাকারদের পাঠানো স্পাই অ্যাপ সক্রিয় থাকার কারণে ফোনের ব্যাটারি দ্রুত খরচ হয়। এর পাশাপাশি যদি কোনো কাজ করা ছাড়াই ফোনটি অতিরিক্ত গরম হয়ে ওঠে, তবে সেটিও উদ্বেগের কারণ হতে পারে। সাধারণত স্পাই অ্যাপগুলো প্রতি মুহূর্তে জিপিএস ব্যবহার করে ফোনের লোকেশন ট্র্যাক করে, যার ফলে ডিভাইসের হার্ডওয়্যারের ওপর বাড়তি চাপ পড়ে এবং ফোন উত্তপ্ত হয়ে যায়।
ফোনের অ্যাপ তালিকার দিকেও কড়া নজর রাখা প্রয়োজন। আপনার অজান্তেই যদি ডিভাইসে কোনো অপরিচিত বা থার্ড পার্টি অ্যাপ দেখতে পান, তবে ধরে নিতে পারেন হ্যাকাররা তথ্য চুরির উদ্দেশ্যে সেটি ইনস্টল করেছে। এছাড়া ইন্টারনেটের ব্যবহারের দিকেও লক্ষ্য রাখুন। কোনো ভারী ফাইল আপলোড বা ডাউনলোড ছাড়াই যদি দেখেন ফোনের ডেটা দ্রুত ফুরিয়ে যাচ্ছে, তবে বুঝতে হবে আপনার ফোন থেকে তথ্য কোথাও পাচার করা হচ্ছে।
ডিভাইসের আরও কিছু অদ্ভুত আচরণ হ্যাকিংয়ের ইঙ্গিত দেয়। যেমন ফোনের স্ক্রিন হুটহাট ফ্ল্যাশ করা, নিজে নিজেই সেটিংস বদলে যাওয়া কিংবা ফোনটি ঠিকমতো কাজ না করা। অনেক ক্ষেত্রে কথা বলার সময় যদি কল ব্যাকগ্রাউন্ডে অস্বাভাবিক নয়েজ বা শব্দ শোনা যায়, তবে সতর্ক হোন। কিছু স্পাই অ্যাপ কল রেকর্ড করার সময় এমন নয়েজ তৈরি করে। সবশেষে নিজের ব্রাউজিং হিস্ট্রি পরীক্ষা করুন। যদি সেখানে এমন কোনো ওয়েবসাইটের নাম দেখেন যা আপনি কখনও সার্চ করেননি, তবে নিশ্চিতভাবেই আপনার ফোনের নিয়ন্ত্রণ অন্যের হাতে চলে গেছে। নিজের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে এই লক্ষণগুলো দেখামাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
এমএন/

