প্রযুক্তিবাজারের বর্তমান বাস্তবতায় স্মার্টফোন আমাদের সার্বক্ষণিক সঙ্গী। কিন্তু এই প্রিয় ফোনটিকে সচল রাখতে যে চার্জারটি আমরা ব্যবহার করছি, সেটি কি আদৌ আসল? বাজারে সস্তায় পাওয়া অসংখ্য নকল চার্জার এখন রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই নিম্নমানের চার্জারগুলো শুধু আপনার ফোনের মূল্যবান ব্যাটারিটিই নষ্ট করছে না, বরং শর্ট সার্কিট থেকে শুরু করে ভয়াবহ অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের মতো বড় দুর্ঘটনার ঝুঁকিও তৈরি করছে। অথচ সামান্য কিছু কৌশল জানা থাকলে আপনি নিজেই আসল ও নকল চার্জারের পার্থক্য ধরে ফেলতে পারেন।
আসল চার্জার চেনার উপায়
সর্বদা BIS সার্টিফিকেশন প্রাপ্ত চার্জার কেনা উচিত। এক্ষেত্রে আপনি প্লে স্টোর থেকে BIS অ্যাপ ডাইনলোড করতে পারেন। তারপর অ্যাপ ওপেন করে CRS সেকশনের অধীনে Verify R No. অপশনে ক্লিক করতে হবে। এখানে দুটি অপশন থাকবে প্রোডাক্ট রেজিস্ট্রেশন নম্বর ও কিউআর কোড। যে কোনও একটি অপশন ব্যবহার করে চার্জার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। বিশেষ করে চার্জারের এক্সপেয়ারি ডেট।
সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে নকল চার্জার কিনে নিজের সাধের স্মার্টফোন এবং নিজের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবেন না। সচেতনতাই পারে আপনাকে এমন অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে দূরে রাখতে।
সূত্র : টেকক্রাঞ্চ
ডিআর/এমএন

