ইয়ারবাডস কেনার আগে জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১৫:৫০
বর্তমান সময়ে স্মার্টফোনের সাথে তাল মিলিয়ে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে তারহীন ইয়ারবাডস। তবে বাজারে থাকা হাজারো পণ্যের ভিড়ে সঠিক বাডস বেছে নেওয়া বেশ কঠিন। ইয়ারবাডস কেনার ক্ষেত্রে সামান্য অসতর্কতা আপনার কষ্টার্জিত অর্থের অপচয় ঘটাতে পারে। যারা নতুন ইয়ারবাডস কেনার কথা ভাবছেন, তাদের জন্য প্রযুক্তিবাজারের খুঁটিনাটি যাচাই করে একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা তুলে ধরা হলো।
ধরন নির্বাচনই আসল
ইয়ারবাডস মূলত চার ধরনের হয়ে থাকে। যারা দীর্ঘক্ষণ কানে দিয়ে রাখতে পছন্দ করেন কিন্তু বাইরের শব্দও শুনতে চান, তাদের জন্য ওপেন ইয়ার বা হাফ ইন ইয়ার আদর্শ। অন্যদিকে যারা একদম নিরিবিলি পরিবেশে গান শুনতে পছন্দ করেন, তাদের জন্য ইন ইয়ার ইয়ারবাডস সবচেয়ে উপযোগী। এ ছাড়া ঘাড়ের ওপর ঝুলিয়ে রাখার সুবিধার্থে অনেকে নেকব্যান্ড পছন্দ করেন, যাতে ব্যাটারি ব্যাকআপ তুলনামূলক বেশি পাওয়া যায়।
শব্দের মান ও ড্রাইভার প্রযুক্তি
একটি ভালো ইয়ারবাডসের প্রাণ হলো এর সাউন্ড ড্রাইভার। সাধারণত ড্রাইভারের আকার যত বড় হয়, শব্দের গভীরতা ও বেস তত ভালো হওয়ার সম্ভাবনা থাকে। ভালো অভিজ্ঞতার জন্য ১২ থেকে ১৫ মিলিমিটারের ড্রাইভার যুক্ত ইয়ারবাডস বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। কেনার আগে ভোকাল ও মিউজিকের ভারসাম্য আছে কি না তা যাচাই করে নিন।
ব্যাটারি ও চার্জিং সক্ষমতা
ইয়ারবাডসের ক্ষেত্রে বড় চিন্তার বিষয় হলো এর ব্যাটারি লাইফ। সাশ্রয়ী বাজেটে অন্তত ৩৫০ থেকে ৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার কেস এবং বাডসগুলোতে কমপক্ষে ৩৫ থেকে ৬০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি থাকা প্রয়োজন। চার্জিংয়ের জন্য বর্তমান সময়ে অবশ্যই ইউএসবি টাইপ সি পোর্ট যুক্ত মডেল কেনা উচিত, যা দ্রুত চার্জ হতে সহায়তা করে।
উন্নত ফিচারের সমন্বয়
আধুনিক ইয়ারবাডসে এএনসি বা (Active Noise Cancellation) প্রযুক্তি থাকা জরুরি যা বাইরের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে দেয়। এ ছাড়া ব্লুটুথ ৫.৩ বা ৫.৪ এর মতো সর্বশেষ সংস্করণটি সংযোগ বিচ্ছিন্ন হওয়া রোধ করে।
গেমার ও ক্রীড়াবিদদের জন্য পরামর্শ
যারা গেম খেলেন বা মুভি দেখেন, তারা ল্যাটেন্সি বা শব্দ পৌঁছাতে দেরি হওয়ার বিষয়টি মাথায় রাখবেন। গেমিং মোড আছে এমন ডিভাইস কিনলে এই সমস্যা হবে না। আবার যারা ব্যায়াম করার সময় গান শুনতে পছন্দ করেন, তারা অন্তত আইপিএক্স ফাইভ রেটিং সম্পন্ন ইয়ারবাডস কিনবেন, যা ঘাম বা হালকা পানি থেকে ডিভাইসকে রক্ষা করবে।
সঠিক ইয়ারবাডস কেনার ক্ষেত্রে ব্র্যান্ডের নামের চেয়ে এর অভ্যন্তরীণ প্রযুক্তির দিকে নজর দেওয়া বেশি জরুরি। ওপরের বিষয়গুলো খেয়াল রাখলে আপনি যেমন সেরা মানের সাউন্ড পাবেন, তেমনি আপনার অর্থেও অপচয় হবে না।


