Logo

ভিডিও

অনলাইনে প্রেম থেকে বিয়ে, দালালের সঙ্গে মর্মান্তিক সংসার

Icon

বাংলাদেশের খবর

প্রকাশ: ০৪ মে ২০২৫, ২৩:০৭

অনলাইনে পরিচয়, নির্দোষ প্রেম, তারপর বিয়ে— সবকিছু যেন স্বপ্নের মতো লাগছিল। কিন্তু স্বপ্ন ভেঙে চুরমার হলো খুব তাড়াতাড়ি। সংসার শুরু করার পরই সামনে এলো নারকীয় সত্যি— যার সঙ্গে তিনি ঘর বেঁধেছেন, সে একজন পেশাদার দা-লাল। স্ত্রী, প্রেমিকা, বান্ধবী—সব নারীকেই সে ভাড়া দেয় টাকার বিনিময়ে। নিজ স্ত্রীকেও সে 'বিক্রি' করতে শুরু করল, ঠেলে দিল অমানবিক এক দুঃস্বপ্নে।

কীভাবে সেই নরপিশাচের হাত থেকে পালিয়ে বাঁচলেন তিনি? কেন এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না? নিজের হৃদয়বিদারক গল্প বাংলাদেশের খবরকে জানিয়েছেন সেই সাহসী নারী।

তার কান্না, তার আর্তনাদ, তার যুদ্ধের সাক্ষী হতে চাইলে ভিডিওটি দেখুন।

এফএটি/এইচআর/এনআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর