Logo

ভিডিও

দোসরদের দেশ ত্যাগের সুযোগ দিচ্ছে সরকার

Icon

তানাজা আফরিন

প্রকাশ: ১১ মে ২০২৫, ০৯:৫৯

সরকার ষড়যন্ত্রকারীদের পালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে— এমন অভিযোগ তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “এই দেশ কোনো ব্যক্তি বা দলের নয়, এই দেশ জনগণের। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর ষড়যন্ত্র করতে না পারে।”

শনিবার রাজধানীর খামারবাড়িতে ‘বাংলাদেশ খ্রিস্টান ফোরাম’-এর ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান দাবি করেন, ৫ আগস্ট শেখ হাসিনা যেমন দেশ ছেড়েছেন, তেমনি পালিয়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদও। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জানে না বলে দাবি করলেও, আসলে তারা স্বৈরাচারীদের পালিয়ে যাওয়ার পথ করে দিচ্ছে।

তারেক রহমান বলেন, “আওয়ামী লীগ সংবিধানকে দলীয় দলিলে পরিণত করেছে। তাই সংবিধান সংস্কার ছাড়া উপায় নেই।” এছাড়াও অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ধর্ম দিয়ে বিভাজন নয়, ঐক্যের বার্তা ছড়াতে হবে। প্রতিটি ধর্ম মানুষকে ভালো হতে শেখায়। স্বাধীনতা যুদ্ধে যেমন ঐক্য ছিল, গণতন্ত্র প্রতিষ্ঠায়ও তেমন ঐক্য জরুরি।”

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর