২০২৫ সালের মে মাস। একজন জনপ্রিয় ইন্ডিয়ান ভ্লগার, জ্যোতি মালহোত্রা, হঠাৎ খবরের শিরোনাম হয়ে ওঠেন। অভিযোগ গুরুতর,পাকিস্তানের গোয়েন্দা সংস্থার পক্ষে গুপ্তচরবৃত্তি করেছেন তিনি। কিন্তু কীভাবে একজন হাস্যোজ্জ্বল ইউটিউবার এমন অন্ধকার খেলায় জড়িয়ে পড়লেন? এটি কি সত্য, নাকি ভারতের কোনো গভীর ষড়যন্ত্র।
জ্যোতি মালহোত্রা, ৩৩ বছর বয়সী, হরিয়ানার হিসারের অধিবাসী। তার ইউটিউব চ্যানেলে ৩ লাখ ৭৭ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার। ইনস্টাগ্রামে ১ লাখ ৩২ হাজার ফলোয়ার। পাকিস্তান, ইন্দোনেশিয়া, চীনের রাস্তায় ঘুরে বেড়ানোর ভিডিও দিয়ে তিনি জয় করেছিলেন লাখো মানুষের মন। কিন্তু এই হাসির পেছনে কি লুকিয়ে ছিল কোন অজানা রহস্য?
২০২৩ সাল। জ্যোতি প্রথমবার পাকিস্তান ভ্রমণে যান। সেখানে তার পরিচয় হয় এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে, যিনি ছিলেন পাকিস্তান হাইকমিশনের কর্মী। অভিযোগ আছে দানিশ তাকে পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তা শাকির ওরফে রানা শাহবাজ এবং আলির সঙ্গে পরিচয় করিয়ে দেন। এর পর তাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের গোপন যোগাযোগের দরজা খুলে যায়। কিন্তু এই যোগাযোগের মূল উদ্দেশ্য কী ছিল?