দিনাজপুরে শুরু হয়েছে বোরো ধান কাটাই-মাড়াই

মোহাম্মদ লুৎফর রহমান হিলি প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৯:৪৪
খাদ্য শষ্যের ভান্ডার হিসেবে পরিচিত উত্তরের জেলা দিনাজপুর। বিস্তীর্ণ মাঠ জুড়ে কৃষকের সোনালী স্বপ্নের সমারোহ। দোল খাচ্ছে পাকা ধানের শীষ,মৌ মৌ গন্ধে মুখরিত চারিদিক।
দিনাজপুরের মাঠে মাঠে চলছে এখন বোরো ধানকাটা মাড়াইয়ের ব্যস্ততা। এবার ফলন ভালো হলেও দাম নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। সরকারি খাদ্য গুদামে ধান দিতে গিয়ে হয়রানি স্বীকার হয়ে মুখ ফিরিয়ে নিয়ে পড়তে হয় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কবলে। এতে বাধ্য হয়ে সরকার নির্ধারিত দামে চেয়ে কম দামে ধান বিক্রি করতে হয় তাদের।
এবার আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি বিঘায় ধানের ফলন হয়েছে ২২ থেকে ২৫ মণ।সরকার নির্ধারিত প্রতি মণ ধানের দাম ১৪৪০ টাকা হলেও খোলা বাজারে প্রতি মণ চিকন জাতের ধান বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১২৫০ টাকা আর মোটা জাতের ধান বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২০০ টাকা। সার,কীটনাশক ও ধান কাটাই-মাড়াই সহ সবকিছুর খরচ বেড়ে যাওয়ায় লোকসানের শঙ্কা কৃষকদের।