Logo

ভিডিও

অপরিকল্পিত বালু উত্তোলনে পাবনার পদ্মায় দেখা দিয়েছে তীব্র্র ভাঙ্গন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৫, ২১:১৩

পাবনা সদর উপজেলা, ঈশ্বরদীর সাঁড়াঘাট ও সুজানগর উপজেলার সাতবাড়িয়া, তারাবাড়িয়া, হঠাৎ পারা, ফকিরপুর পদ্মা নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে চরের শত শত বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে কৃষি জমির পরিমান আশংখাজনক হারে কমে যাওয়ায় কৃষকরাও পড়েছেন চরম বিপাকে। দিন রাত ভ্রাম্যমান ড্রেজার দিয়ে দেদারসে বালু উত্তোলনের ফলে ক্ষতির সম্মুখে পড়েছে ঈশ্বরদী সাঁড়া ইউনিয়নের নদী রক্ষা বাঁধ এবং পাকশী লালনশাহ সেতু ও হার্ডিঞ্জ ব্রিজ। বালি উত্তোলন প্রতিরোধ ও সচেতনা বৃদ্ধির লক্ষ্যে গ্রাম ও এলাকা রক্ষায় প্ল্যাকার্ড নিয়ে ছুটে এসেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা।

 

খোঁজ নিয়ে জানা যায়, পাবনা জেলার বেশ কিছু পয়েন্টে ড্রেজার মেশিন দিয়ে প্রতিদিন লাখ লাখ টাকার বালু উত্তোলন করে প্রায় শতাধিক ট্রলারের মাধ্যমে বিভিন্ন যায়গায় বহন করে নিয়ে যাওয়া হচ্ছে প্রভাবশালীদের ছত্রছায়ায়। বালি ব্যবসায়ীরা পুলিশকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন ও বিক্রি করে আসছেন। ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে সরকার যেমন কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে তেমনি নদী গর্ভে জমি বিলুপ্তির কারণে কৃষকেরাও পরেছে চরম বিপাকে।

 

পাবনার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁনের কাছে এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তিনি বলেন এটা নৌ পুলিশের কাজ। 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর