Logo

ভিডিও

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: ৩৬ দিনের কর্মসূচি শুরু আজ

Icon

মেহ্রুন নেছা

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৮:২৩

বাংলাদেশের ইতিহাসে উত্তাল এক অধ্যায়ের নাম ‘জুলাই গণঅভ্যুত্থান’।

গত বছরের ১ জুলাই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়ে এটি রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। শেষ পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এই ঘটনার এক বছর পূর্তিতে আজ মঙ্গলবার শুরু হয়েছে ৩৬ দিনের স্মরণ কর্মসূচি।

প্রথমবারের মতো ক্ষমতায় থাকা অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামি—তিনটি বড় রাজনৈতিক দলই এই কর্মসূচিকে কেন্দ্র করে পালন করছে নানা আয়োজন।

এর মধ্যে রয়েছে উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা, শহীদদের স্মরণে বিশেষ শিক্ষাবৃত্তি, গণস্বাক্ষর কর্মসূচি, আলোচনা সভা, বিজয় মিছিল, ছাত্র সমাবেশ, পথনাটক, গ্রাফিতি, ফুটবল টুর্নামেন্ট, স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি, গণসংযোগ, জাতীয় সমাবেশ ও ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ। এনসিপি আজ রংপুর থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু করেছে, চলবে ৩০ জুলাই পর্যন্ত। বিএনপির কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন তারেক রহমান। জামায়াত ৫ আগস্ট দেশজুড়ে গণমিছিলের ঘোষণা দিয়েছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর