চলে গেলেন ‘সাগরের তীর থেকে’ খ্যাত গায়িকা জীনাত রেহানা

মেহ্রুন নেছা
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২০:২৫
‘সাগরের তীর থেকে’ গান দিয়ে যিনি এক সময় মানুষের মন ছুঁয়ে গিয়েছিলেন, সেই গায়িকা জীনাত রেহানা আর আমাদের মাঝে নেই। আজ ২ জুলাই (মঙ্গলবার) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এই বর্ষীয়ান সংগীতশিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
পারিবারিক সূত্র জানিয়েছে, যোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
১৯৬৪ সালে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হন জীনাত রেহানা। এরপর টেলিভিশনেও গাইতে শুরু করেন। ১৯৬৮ সালে বেতারে রেকর্ড হওয়া গান ‘সাগরের তীর থেকে’ গেয়ে শ্রোতাদের মনে জায়গা করে নেন তিনি।