পটিয়ার ওসির অপসারণ না হলে আন্দোলন চলবে

ইমরান হোসেন মুন্না, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২১:৫৬
পটিয়া থানার ওসি জায়েদ নূরকে অপসারণের দাবিতে বুধবার সকাল থেকে থানার সামনে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
প্রতিবাদ শুরুর কিছুক্ষণের মধ্যেই পুলিশ থানার প্রধান ফটক বন্ধ করে দেয়। একপর্যায়ে আন্দোলনকারীদের সরাতে লাঠিপেটা করে পুলিশ।
এতে অন্তত ১১ জন নেতাকর্মী আহত হন বলে দাবি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আহতদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আন্দোলনকারীরা সরে গিয়ে ইন্দ্রপুল ভাইপাস এলাকায় ঢাকা-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন। এতে থেমে যায় যান চলাচল।