Logo

ভিডিও

বাংলাদেশের খবরে ‘ডিজিটাল জার্নালিজম’ কর্মশালা ও ৫০ হাজার সাবস্ক্রাইবার উদযাপন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৫:১৪

বাংলাদেশের খবর আয়োজিত দুইদিনব্যাপী ‘ডিজিটাল জার্নালিজম ও প্রযুক্তি ব্যবহার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। সেইসঙ্গে সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলে ৫০ হাজার সাবস্ক্রাইবার পূর্তি উদযাপন করা হয়েছে কেক কেটে। 

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলাদেশের খবর কার্যালয়ে বৃহস্পতিবার (২৬ জুন) এই উদযাপন করা হয়। প্রশিক্ষণ কর্মশালা সমাপ্তি ও সাবস্ক্রাইবার উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রাচীনতম ব্যবসায়ী পরিবার মাগুরা গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশের খবরের সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন। আগের দিন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন। এ সময় ডিজিটাল সংস্করণের প্রধান হাসনাত কাদীর উপস্থিত ছিলেন। 

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ভয়েস অফ আমেরিকার ফ্রিল্যান্স জার্নালিস্ট ও মাল্টিমিডিয়া জার্নালিজম ট্রেইনার অমৃত মলঙ্গী। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা গ্রুপের মহাব্যবস্থাপক (প্রশাসন, মানবসম্পদ ও কমপ্লায়েন্স) মো. শামসুল আলম, বাংলাদেশের খবরের ডিজিটাল গ্রোথ এডিটর মোহাম্মদ নেসার, কান্ট্রি এডিটর আতাউর রহমান সোহাগ, শিফট ইনচার্জ মেহেদী হাসান শোয়েব, হেড অব প্রোগ্রাম মো. হাসিবুর রহমান, সহকারী ব্যবস্থাপক (এইচআর, অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স) এস. এম. নজমুদ্দীনসহ সাংবাদিক ও কর্মকর্তারা। 


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর