সফটওয়্যার কোম্পানির চাকরি ছেড়ে কেক তৈরি, সফল উদ্যোক্তা ইমরান

আরিফ শেখ
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৫:৫৪
পেশায় ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চাকরি করতেন মালয়েশিয়ার একটি সফটওয়্যার কোম্পানিতে। বেতনও ছিল মোটা অঙ্কের। তবে করোনাকালীন সময়ে বাসায় বসে নিজই কিছু করার চিন্তা করেন।
আর তাই ঘরে বসে ইউটিউব দেখে শিখে নিলেন কেক বানানো। এখন নিজের ঘরই তার ফ্যাক্টরি।
সাথে আছেন তার জীবনসঙ্গিনী। আজ তাদের কেকের ঘ্রাণে বদলে যাচ্ছে জীবন। ভক্তপপ: ইমরান হাসান,সফটওয়্যার ইন্জিনিয়ার
বলছি একজন উদ্যোক্তা মোঃ ইমরান হাসানের কথা যিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
চাকরি করেছেন মালয়েশিয়ার নামকরা এক সফটওয়্যার কোম্পানিতে। বেতনও ভালো, জীবনও ছিল নিরাপদ। তবু ভেতরের ইচ্ছেটা বলছিল, 'নিজের কিছু করতে হবে! ভক্তপপ: ইমরান হাসান,সফটওয়্যার ইন্জিনিয়ার