একটা
সময় যা ছিল ঘর—আজ তা শুধুই স্মৃতি। নদী এখন কেড়ে নিচ্ছে জীবনের সমস্ত অবলম্বন।
নোয়াখালীর
কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর রেগুলেটরের নিকটবর্তী এলাকায়, এখনো থামেনি নদীভাঙন।
গেল
বছরের আগস্টে ছোট ফেনী নদীর মুখে থাকা রেগুলেটরটি ভেঙে যাওয়ার পর থেকে প্রতিদিন গৃহহারা
হচ্ছে মানুষ।
প্রতিদিনই
বাড়ছে বাস্তুচ্যুত পরিবারের তালিকা।