Logo

ভিডিও

বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার আসামি পেলেন সাহসী সাংবাদিক সম্মাননা!

Icon

বাংলাদেশের খবর

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২১:৫০

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক সাংবাদিকতায় ২০২৪ সালে সাহসিকতা পূর্ণ অবদানের জন্য স্বীকৃতি হিসাবে সম্মাননা পত্র ক্রেস্ট ও চেক পেলেন সাপ্তাহিক বাংলার সংবাদ এর সম্পাদক, চ্যানেল এস এর ফরিদপুর প্রতিনিধি, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদ। 

জানা যায় সম্মাননা পাওয়া শেখ ফয়েজ আহমেদ একজন ভুয়া সাহসী সাংবাদিক। জুলাই আন্দোলনে হামলা, অপপ্রচারসহ তার বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। এদিকে এ ঘটনায় বুধবার দুপুরে জেলার সিনিয়র তথ্য কর্মকর্তার কার্যালয়ে যেয়ে লিখিত অভিযোগ করেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের একটি প্রতিনিধি দল। যেখানে আবরার নাদিম ইতু, কাজী রিয়াজ, সোহেল রানাসহ উপস্থিত ছিলেন আরো অনেকে। এসময় তারা এই ভুয়া সাহসী সাংবাদিকের সম্মাননা প্রত্যাহার ও প্রকৃত সাহসী সাংবাদিকদের মূল্যায়নের দাবি জানান।

এ বিষয়ে জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মোজাম্মেল হকের নিকট জানতে চাইলে তিনি বলেন, কিভাবে এই সাহসী সাংবাদিকের নামটি এল সে বিষয়ে তারা অবগত নন। নেওয়া হয়নি তাদের কোন মতামতও,,,,

ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব পিয়াল বলেন, এ খবর জানতে পেরে তারা বিস্মিত। এটি জুলাই গণঅভ্যুত্থানের সময় অবদান রাখা সাহসী সাংবাদিকদের প্রতি অসম্মানের শামিল। আমরা এর তীব্র নিন্দা জানাই।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর