চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ আশিয়া গ্রামে সেপটিক টাংকের ভিতরে শ্বাসরুদ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে দক্ষিণ আশিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আলী আহমদ ডিলারের বাড়ির নতুন ঘর নির্মাণের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাজু (২৭) ও তারেক (১৯)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেপটিক টাংকে কাজ করার সময় অসাবধানতাবশত তারা ভেতরে প্রবেশ করলে অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাজেশ বড়ুয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
মুন্না/এআরএস