স্বামীর চিকিৎসার বোঝা কাঁধে, রিকশা চালিয়ে লড়ছেন নাটোরের ফাহিমা
নাজমুল হাসান
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ২১:০৭
স্বামীর চিকিৎসার খরচ আর সংসারের ভার দুটো মিলেই যেন ভেঙে পড়ার কথা ছিল নাটোরের ফাহিমা বেগমের। কিন্তু হার মানেননি তিনি। সমাজের বাঁধাধরা ধারণাকে পেছনে ফেলে রাস্তায় নেমেছেন রিকশা চালাতে বেঁচে থাকার জন্য, পরিবারের জন্য।
নাটোর সদর উপজেলার আটঘরিয়া গ্রামের ৪০ বছর বয়সী ফাহিমা বেগম। স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ; আয়-রোজগার বন্ধ। সংসারের ব্যায় ওষুধের ও নিত্যদিনের খরচ —সব মিলিয়ে চরম বিপাকে পড়েন তিনি। অসহায় সময়টিতে ভরসা খুঁজে পান নিজের মধ্যেই। প্রয়োজনের তাগিদে কিস্তিতে কেনেন অটোরিকশা।
এরপর প্রতিদিন ভোরে রওনা
দেন শহরের রাস্তায়। গলি-মহল্লা ঘুরে যাত্রী তোলেন। ঘাম-ঝরানো পরিশ্রমেই ঘোরান
সংসারের চাকা। দিনের শেষে যতটুকু আয় হয়—সেটাই তাঁর স্বামীর চিকিৎসা এবং সংসারের
ভরসা।
নারী হিসেবে এই পেশায়
অস্বস্তিকর দৃষ্টি, কৌতূহল আর বাধা ছিল শুরুতে। কিন্তু দৃঢ় মনোবল আর পরিবারের
প্রতি দায়িত্ববোধ তাঁকে থামতে দেয়নি। ধীরে ধীরে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। প্রায়
এক বছর ধরে নাটোর শহরের বিভিন্ন সড়কে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন
ফাহিমা।
নিজের শক্তিতে ঘুরে দাঁড়ানো, পরিবারের জন্য প্রতিদিন লড়ে যাওয়া, ফাহিমার এই পথচলা শুধু একটি সাহসী নারীর গল্প নয় বরং এই সমাজের বাস্তব প্রতিচ্ছবি।

