Logo

ভিডিও

ফুটল ‘ফুটি কার্পাস’, হারানো মসলিনের প্রাণ ফিরল শ্রীপুরে

Icon

বাংলাদেশের খবর

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ২০:১৮

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আবারও ফুটেছে বাঙালির হারানো ঐতিহ্যের এক অমূল্য রত্ন ফুটি কার্পাস।

ফুটি কার্পাস, যা মসলিন তৈরির মূল উপকরণ ছিল। বহু বছর বিলুপ্তপ্রায় অবস্থায় থাকার পর সম্প্রতি গবেষণা ও সংরক্ষণ উদ্যোগে শতাধিক গাছ শ্রীপুরের মাটিতে বেড়ে উঠেছে।

তুলা উন্নয়ন বোর্ডের কটন অ্যাগ্রোনমিস্ট মো. আবদুল ওয়াহাব জানান, চার জাতের ফুটি কার্পাসের মোট ১৬০টি গাছ গবেষণার জন্য রোপণ করা হয়েছে। প্রতিটি গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং প্রাচীন ঢাকাই মসলিনের জন্য প্রয়োজনীয় শক্ত, উজ্জ্বল আঁশ উৎপাদন করে।

ফুটি কার্পাস সংরক্ষণ, বীজ উৎপাদন এবং মসলিন শিল্পের পূর্ণ পুনরুজ্জীবন ত্বরান্বিত করতে স্থানীয়রা একটি উন্নত মসলিন গবেষণা ইনস্টিটিউট স্থাপনের দাবি জানিয়েছেন।

তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আ.ন.ম. জহির উদ্দিন বলেন, ফুটি কার্পাসের পুনরুদ্ধার শুধু গবেষণার সাফল্য নয়, এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি পুনরুদ্ধারের বড় পদক্ষেপ।

হারানো মসলিনের ঐতিহ্য ১৭০ বছর পর আবার আলোচনায় এসেছে। গাজীপুরের শ্রীপুরের এই উদ্যোগ বাংলাদেশের প্রাচীন শিল্প-ঐতিহ্যের নতুন অধ্যায়ের সূচনা করছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর