• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন ৪ চিকিৎসক

ভুল চিকিৎসার বলি শিশু রাইফা

সংরক্ষিত ছবি

আইন-আদালত

শিশু রাইফার মৃত্যু

আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন ৪ চিকিৎসক

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ২৮ আগস্ট ২০১৮

দেশজুড়ে আলোচিত চট্টগ্রামের সাংবাদিককন্যা রাইফা খানের মৃত্যুর ঘটনায় চকবাজার থানায় দায়ের করা মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন অভিযুক্ত চার চিকিৎসক। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আবু সালেম মো. নোমানের আদালতে শুনানি শেষে মামলার পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করা হয়।  আদালত সূত্র জানায়, রাইফা খানের বাবা রুবেল খানের দায়ের করা মামলার চার আসামি ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী, ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত ও ডা. শুভ্রদেব গত ৩০ জুলাই উচ্চ আদালতে আত্মসমর্পণ করে চার সপ্তাহের জামিন পান। গত ২৬ আগস্ট উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ার পর গতকাল সোমবার ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান তারা। চট্টগ্রাম আদালতের সিনিয়র আইনজীবীরা আদালতে জামিন আবেদনের পক্ষে-বিপক্ষে শুনানিতে অংশ নেন। পরে আদালত পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত সময়ের জন্য ১০ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন।

পরে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, আদালতে আমরা চিকিৎসা অবহেলায় শিশু রাইফার মৃত্যুর বিষয়টি ব্যাখ্যা করি এবং এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্টেও ডাক্তারদের অভিযুক্ত করার বিষয়টি আদালতের নজরে আনি। আদালতের বিচারক এ সময় আবেগঘন কণ্ঠে বলেন, ‘শিশু রাইফার মৃত্যুর ঘটনায় আমি নিজেও কেঁদেছি। আমার মনে হয়েছে যেন আমার শিশুকন্যার মৃত্যু হয়েছে।’ তারপরও শুনানি শেষে আদালত আসামিদের জামিন মঞ্জুর করেছেন।

আদালতে বাদী পক্ষে অন্যদের মধ্যে সিনিয়র অ্যাডভোকেট রেজাউল করিম এবং আসামিদের পক্ষে অ্যাডভোকেট খোরশেদ আলম চৌধুরী, অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত শুনানিতে অংশ নেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads