
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী হত্যাকাণ্ডের প্রতিবাদে রেজিস্ট্রার দপ্তরে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার (৮ সেপ্টেম্বর) একটার দিকে এই ঘটনা ঘটে।
এর আগে সকালে কুমিল্লা শহরের কালিয়াজুরী খেলার মাঠ সংলগ্ন একটি বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের এক শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে এটিকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে ধারণা করছে।
এ ‘হত্যাকাণ্ডের’ প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা শহরের পূবালী চত্বরে মানববন্ধনের আয়োজন করার ঘোষণা দেন। মানববন্ধনে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বাস চাওয়া হলে রেজিস্ট্রারের পক্ষ থেকে তা প্রদান না করায় শিক্ষার্থীরা রেজিস্ট্রার দপ্তরে তালা দেন।
লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মুতাসিম বিল্লাহ বলেন, ‘আমরা শহরে মানববন্ধনের জন্য বাস চেয়েছিলাম। রেজিস্ট্রার আমাদের বলেন, ‘তোমরা আন্দোলন করবে, এর জন্য কি প্রশাসন বাস দিতে দায়বদ্ধ? তোমরা কি ছোটখাটো বিষয়ে বাস চাইতেই পারো না?’ আমরা তো মাত্র একটি বাস চেয়েছিলাম। উনি এমন কথা কীভাবে বলতে পারেন?’
এমএইচএস