Logo

ক্যাম্পাস

চাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের ৬ প্যানেল ঘোষণা

Icon

আব্দুল্লাহ আল নাঈম, চবি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৯

চাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের ৬ প্যানেল ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন জমে উঠেছে, চলছে ব্যাপক নির্বাচনী আমেজের হাঁকডাক। এ পর্যন্ত অফিসিয়ালি চাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, বৈচিত্রের ঐক্য, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, সার্বভৌম শিক্ষার্থী ঐক্যসহ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত ৬টি নির্বাচনী প্যানেলের প্রার্থী ঘোষণা করা হয়েছে। 

এর আগে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ নির্বাচনী প্যানেল ঘোষণা করে দলগুলো। অন্যদিকে, ডাকসু ও জাকসু নির্বাচনে অংশগ্রহণ করলেও চাকসুতে কোনো প্যানেল দেয়নি গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। বিশ্ববিদ্যালয়ে শিগগিরই আরও বিভিন্ন দল ও মতের প্যানেল ঘোষণা করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। এদিকে সাধারণ শিক্ষার্থীদের অভিমত, বিশেষ কোনো প্যানেলে ভোট নয়, যোগ্য ব্যক্তিকেই পছন্দের তালিকায় অগ্রাধিকার দেওয়া হবে।

ছাত্রদলের প্যানেল

চাকসু নির্বাচনে ছাত্রদল তাদের স্বনামেই প্যানেল ঘোষণা করেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বুদ্ধিজীবী চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের উপস্থিতিতে এ প্যানেল ঘোষণা করে দলটি। সেখানে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী হিসেবে সাজ্জাদ হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে মো. শাফায়াত হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। 

প্যানেলের অন্য পদে প্রার্থীরা হলেন— ৩. সহ-সাধারণ সম্পাদক পদে আইয়ুবুর রহমান তৌফিক। ৪. খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে আজহারুল ইসলাম বিপ্লব। ৫. সহ-খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে জয় বড়ুয়া। ৬. সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মো. মোজাম্মেল হক হৃদয়। ৭. সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে শহীদুল কায়সার। ৮. দপ্তর সম্পাদক পদে তৌহিদুল ইসলাম ভূইয়া। ৯. সহ-দপ্তর সম্পাদক পদে শাহরিয়ার উল্লাহ ফাহাদ। ১০. ছাত্রী কল্যাণ সম্পাদক পদে নুজহাত জাহান। ১১. সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক পদে শাফকাত শফিক। ১২. বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মো. ওজায়ের হোসেন। ১৩. গবেষণা ও উন্নয়ন সম্পাদক পদে ফাইরুজ সাদাফ দ্বীপ। ১৪. সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে ইমাম হাসান। ১৫. স্বাস্থ্য সম্পাদক পদে মোহাম্মদ আবরার গালিব। ১৬. মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে শাহরিয়ার লিমন। ১৭. ক্যারিয়ার ডেভলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে শ্রুতিরাজ চৌধুরী। ১৮. যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে মো. সায়েম উদ্দিন আহমেদ। ১৯. সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ইয়াসিন আরাফাত ২০. আইন ও মানবাধিকার সম্পাদক পদে আব্দুল্লাহ আল সাকিব। ২১. পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মো. জাবেদ ২২। সদস্য পদে ফয়সাল প্রান্ত বাবর, ২৩. মিজান মিয়া, ২৪. নুসরাত জাহান, ২৫. এস এম তরিকুল ইসলাম রিমন এবং ২৬. তায়েফ হোসেন ইমন।

ছাত্রশিবিরের প্যানেল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে এবার নির্বাচন করবে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় বিকেল ৩টার দিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম এই প্যানেল ঘোষণা করেন। দেখা গেছে, প্যানেলে পাঁচজন নারী শিক্ষার্থীসহ সনাতন ধর্মাবলম্বী রয়েছেন।

সেখানে সহ-সভাপতি পদপ্রার্থী হিসেবে (ভিপি) ইব্রাহীম হোসেন রনি ও সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী হিসেবে সাঈদ বিন হাবিবকে ঘোষণা করা হয়েছে। প্যানেলের অন্যরা হলেন—  ৩. সহ-সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ হোসাইন মুন্না। ৪. খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ শাওন। ৫. সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে শাহপরান মারুফ। ৬. সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে হারেজুল ইসলাম। ৭. সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে জিহাদ হোসাইন। ৮. দপ্তর সম্পাদক পদে আব্দুল্লাহ আল নোমান। ৯. সহ-দপ্তর সম্পাদক পদে জান্নাতুল আদন নুসরাত। ১০. সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে তাহসিনা রহমান। ১১. গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে তানভীর আঞ্জুম শোভন। ১২. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মাহবুবুর রহমান। ১৩. ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক পদে নাহিয়া আক্তার দীপা। ১৪. সহ-ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস রিতা। ১৫. স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে আফনান হাসান ইমরান। ১৬. মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে মোনায়েম শরীফ। ১৭. ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মেহেদি হাসান সোহান। ১৮. যোগাযোগ ও আবাসন বিষয়ক পদে ইসহাক ভূঁইয়া ১৯. সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ওবায়দুল সালমান। ২০. আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে তাওহিদ রাব্বি। ২১. পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক পদে সম্পাদক মাসুম বিল্লাহ। ২২. নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদা। ২৩. নির্বাহী সদস্য সালমান ফারাস। ২৪. নির্বাহী সদস্য আকাশ দাশ। ২৫. নির্বাহী সদস্য সোহানুর রহমান। ২৬. নির্বাহী সদস্য পদে আদনান শরীফ।

ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল

চাকসু নির্বাচনে ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন। এতে সহ-সভাপতি (ভিপি) পদে আব্দুর রহমান রবিন, সাধারণ সম্পাদক (জিএস) পদে মোহাম্মদ আব্দুর রহমান এবং যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আমিনুল ইসলাম রাকিবকে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে বাংলাদেশ ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হোসাইন নুর এই প্যানেল ঘোষনা করেন।

স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল

চাকসু ও হল সংসদ নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ নামে প্যানেল ঘোষণা করা হয়েছে। দুপুর সাড়ে ৪টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে তারা প্যানেল ঘোষণা করেন।

এই প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) হিসেবে লড়বেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে লড়বেন রশীদুল হক দিনার এবং যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জান্নাতুল ফেরদৌসকে মনোনীত প্রার্থী করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা আরও ২৩ জনসহ মোট ২৬ জনের একটি প্যানেল ঘোষণা করা হয়েছে।


বৈচিত্র্যের ঐক্য প্যানেল

এছাড়া চাকসু নির্বাচনে নতুন প্যানেলের ঘোষণা করেছে বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গড়া শিক্ষার্থীদের জোট। দেখা গেছে, চাকসু নির্বাচনে মূলত বাম আদর্শের ১১ ছাত্র সংগঠনের রাজনীতিকদের সম্মুখ নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, জাতিভিত্তিক সংগঠন ও স্বতন্ত্র শিক্ষার্থীদের সমর্থিত পর্ষদ হলো এই ‘বৈচিত্র্যের ঐক্য’। ক্যাম্পাসের কলা ঝুপড়ি থেকে আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করা হয়।

এতে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী হিসেবে ধ্রুব বড়ুয়া ও সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে সুদর্শন চাকমা ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) জাকিরুল ইসলাম জসিমসহ শিক্ষার্থীদের একটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলে রয়েছে সাতটি রাজনৈতিক সংগঠনের ১১ জন পাহাড়ি শিক্ষার্থী ও পাঁচজন নারী শিক্ষার্থী।

সার্বভৌম শিক্ষার্থী ঐক্য

বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে ‘সার্বভৌম শিক্ষার্থী ঐক্য’ নামে আরেকটি নির্বাচনী প্যানেল ঘোষণা করা হয়। সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী হিসেবে তাওসিফ মুস্তাকী চৌধুরী, সাধারণ সম্পাদক (জিএস) পদে সাজ্জাদ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে সাইদ মো. মুশফিক হাসানকে মনোনীত প্রার্থী করা হয়েছে।

নাঈম/এইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর