Logo

ক্যাম্পাস

চাকসুতে মনোনয়নপত্র জমা দিলেন ৯৩১ জন

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩২

চাকসুতে মনোনয়নপত্র জমা দিলেন ৯৩১ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য প্রার্থীরা মোট ১০৮৮টি ফরম ক্রয় করেছেন। এর মধ্যে ৯৩১টি মনোনয়নপত্র জমা পড়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মনোনয়নপত্র গ্রহণ শেষে রাতে নির্বাচন কমিশনার অধ্যাপক আরিফুল হক সিদ্দিকী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

চাকসু নির্বাচনে ২৬টি পদের বিপরীতে ৪২৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর আগে গত বুধবার (১৭ আগস্ট) নির্বাচনের জন্য ৫২৮টি মনোনয়ন ফরম বিক্রি হলেও বৃহস্পতিবার পর্যন্ত ৯৯টি ফরম জমা পড়েনি।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ১৪টি হল ও শহরে অবস্থিত একটি হোস্টেলের জন্য ৬৩৪টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়। এর মধ্যে ৫০২টি জমা পড়েছে বলে কমিশন জানিয়েছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর