Logo

রাজধানী

সংসদের সামনে পুলিশের সঙ্গে জুলাইযোদ্ধাদের ধাওয়া-পাল্টা ধাওয়া

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১৪:৩৯

‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে জুলাইযোদ্ধাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় এ সংঘর্ষের ঘটনায় পুরো এলাকা থমথমে হয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার পর আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় তারা ব্যারিকেডে ব্যবহৃত ‘রোড ব্লকার’গুলো একত্রিত করে তাতে আগুন ধরিয়ে দেন।

পরে আগুন ছড়িয়ে পড়ে সেচ ভবনের সামনে তৈরি অস্থায়ী তাঁবুতেও। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানিক মিয়া এভিনিউ ও আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

দুপুর ২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের সরিয়ে দেয়। বর্তমানে পুলিশ পুরো মানিক মিয়া এভিনিউ নিয়ন্ত্রণে রেখেছে।

জানা গেছে, আসাদগেট এলাকায় পুলিশের অবস্থানের বিপরীতে খামারবাড়ি ও আড়ংয়ের দিকের রাস্তায় আন্দোলনকারীদের দুটি গ্রুপ অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ থেমে থেমে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে।

এর আগে জাতীয় জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিত করার দাবিতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করে অবস্থান নেন জুলাইযোদ্ধারা। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ গেট দিয়ে প্রথমে প্রবেশের চেষ্টা করেন বিক্ষুব্ধ জুলাইযোদ্ধারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফটক খুলে দিলে তারা মূল মঞ্চের সামনে গিয়ে জড়ো হন।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকার খবর সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর