খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান আসামির বাবা আটক
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১৫:৪৮
রাজধানীর হাইকোর্ট এলাকা থেকে দুটি ড্রামভর্তি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ গেটের সামনে ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জরেজের বাবাকে আটক করেছে রংপুরের বদরগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে নিহত আশরাফুল হকের বোন আনজিনা বেগম শাহবাগ থানায় মামলা দায়ের করেন। এ মামলায় জরেজকে প্রধান আসামি এবং অজ্ঞাত পরিচয়ের আরও কয়েকজনকে আসামি করা হয়।
এরই ধারাবাহিকতায় বদরগঞ্জ থানা পুলিশ জরেজের বাবা আজাদকে আটক করে থানায় নেয়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আতিকুর রহমান বলেন, জরেজের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।
পুলিশের ধারণা, মামলার অগ্রগতি ও জরেজের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
এনএমএম/এমবি

