Logo

সারাদেশ

পদযাত্রা সফল করতে কিশোরগঞ্জবাসীর সহযোগিতা চাইলেন এনসিপি নেতারা

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৭:৪৪

পদযাত্রা সফল করতে কিশোরগঞ্জবাসীর সহযোগিতা চাইলেন এনসিপি নেতারা

ছবি : বাংলাদেশের খবর

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (২৬ জুলাই) কিশোরগঞ্জে পদযাত্রা ও পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিকেলে শহরের স্বাধীনতা চত্বরে (পুরানথানা) এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টায় কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির তথ্য জানান দলের কেন্দ্রীয় ও জেলা নেতারা।

তারা বলেন, কর্মসূচি সফল বাস্তবায়নে সবার অংশগ্রহণ প্রয়োজন। সবাইকে দলে দলে এই কর্মসূচিতে যোগদানের আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) খায়রুল কবীর জানান, গত ২৪ দিনে ৫০টি জেলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আগামীকাল দুপুর দেড়টার দিকে মৌলভীবাজার থেকে রওনা হয়ে সন্ধ্যায় কিশোরগঞ্জে পৌঁছানোর কথা রয়েছে। পথে ভৈরব, বাজিতপুর ও কটিয়াদীতে সংক্ষিপ্ত পথসভা হবে।

কর্মসূচিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুক্ত আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিদ আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সিনিয়র মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যে সাঈদ উজ্জল, আকরাম হোসেন রাজ, ইকরাম হোসেন ও ফয়সাল আহমেদ প্রিন্সসহ অনেকে উপস্থিত ছিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর