Logo

সারাদেশ

এবার ওসির সঙ্গে ‘প্রেমিকাকে পিস্তল শেখানো’ যুবকের ছবি ঘিরে তোলপাড়

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ২২:১০

আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ২৩:৫০

এবার ওসির সঙ্গে ‘প্রেমিকাকে পিস্তল শেখানো’ যুবকের ছবি ঘিরে তোলপাড়

ছবি : বাংলাদেশের খবর

‘প্রেমিকাকে অস্ত্র চালানো শেখানোর’ ভিডিও ভাইরালের ঘটনায় আলোচনায় আসা নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সাজ্জাদ হোসেন আলিফ মোড়লের সঙ্গে এবার গাজীপুরের শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ছবি ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটিতে দেখা যায়, ওসি মুহাম্মদ আব্দুল বারিকের পাশে দাঁড়িয়ে আছেন আলোচিত ওই ছাত্রলীগ কর্মী। ছবিটি বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে ফেসবুকে ভাইরাল হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন— নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীর সঙ্গে থানার ওসির কী সম্পর্ক? 

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বলছেন, অস্ত্র চালানো শেখানো এবং নিষিদ্ধ ছাত্রলীগের এই কর্মীর সঙ্গে একজন ওসির এমন ঘনিষ্ঠ সম্পর্ক কীভাবে গড়ে উঠল— তা খতিয়ে দেখা জরুরি। 


শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক বলেন, ‘জুলাইযোদ্ধার গেজেটের তালিকা দিতে এসে এই ছবি তুলেছিল সে। আমি এই থানার ওসি। ছবি তুলতে চাইলে তো কাউকে না করতে পারিনা।’

তিনি আরও জানান, অভিযুক্ত যুবক ইতোমধ্যে চাঁদাবাজির মামলায় কারাগারে আছেন। ভিডিওটি পুরনো বলে মনে হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশের খবর এ বিষয়ে পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। কেউ যদি কোনো অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন, তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ভিডিও ভাইরালের পর নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে বাংলাদেশের খবরে ডিজিটাল এডিশনে ‘প্রেমিকাকে পিস্তল শেখাচ্ছেন’ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, ভিডিও ভাইরাল- শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। 

ভিডিওতে দেখা যায়, প্রেমিকা পিস্তল হাতে নিয়ে নানা রকম ভঙ্গিতে তাক করছেন এবং তাকে ঘিরে অন্যরা উৎসাহ দিচ্ছেন।

স্থানীয়রা জানান, ভিডিওতে দেখা যাওয়া যুবক হলেন সাজ্জাদ হোসেন আলিফ মোড়ল। তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আজাহার উদ্দিনের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। ভিডিওটি বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে; এটি ১ মিনিট ৩১ সেকেন্ড দীর্ঘ।

আতাউর রহমান সোহেল/এইচকে/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভাইরাল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর