Logo

সারাদেশ

সাংবাদিক তুহিন হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৭

সাংবাদিক তুহিন হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান (তুহিন) হত্যা মামলায় পাঁচজনের পর আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লার হোমনা অনন্তপুর গ্রামের হানিফ ভূঁইয়ার ছেলে মো. শাহ জালাল (৩২) এবং পাবনার চাটমোহন পাচ বাড়ীয়া এলাকার কিয়ামুদ্দিন হাসানের ছেলে মো. ফয়সাল হাসান (২৩)। তারা উভয়েই সরাসরি তুহিন হত্যা মামলায় অংশগ্রহণ করেছে বলে পুলিশের অভিযোগ।

পুলিশ সূত্রে জানা যায়, মো. শাহ জালালকে ময়মনসিংহের গফরগাঁও চর মসলন্দ মোড়লপাড়া থেকে এবং মো. ফয়সাল হাসানকে গাজীপুর মহানগরীর বাসন থানার চান্দনা মাহবুব স্কুল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুর মহানগর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান দুপুর ১২টায় গ্রেপ্তারকৃতদের নিয়ে প্রেস ব্রিফিং করবেন বলে জানিয়েছেন।

আব্দুল মান্নান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর