Logo

সারাদেশ

বাংলাদেশের খবরে প্রতিবেদনের পর রূপগঞ্জে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৪:৫০

বাংলাদেশের খবরে প্রতিবেদনের পর রূপগঞ্জে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন  জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করেছেন জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা। এ সময় রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সেচ সুবিধার্থে দুটি পাম্প উদ্বোধন করেন তিনি। 

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ত্রাণ বিতরণ কর্মসূচিতে হাজারো পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। পরবর্তীতে বটতলা বেড়িবাঁধ এলাকায় জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে দুটি পাম্প চালু করা হয়।

এর আগে (৯ জুলাই) বাংলাদেশের খবরের ‘জলাবদ্ধতায় বিপর্যস্ত রূপগঞ্জের জনজীবন, অনাবাদে শত শত হেক্টর জমি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, পূর্বাচল রাজস্ব সার্কেল কর্মকর্তা তাছবীর হোসেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নাসির মিয়া, সচিব খোরশেদ আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘রূপগঞ্জে এ ধরনের ভয়াবহ জলাবদ্ধতা আগে কখনো হয়নি। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খালগুলো দখল হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খালগুলোকে অবৈধ দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখা জরুরি। পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব।’

স্থানীয়রা অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা রূপগঞ্জে নিয়মিত অফিস না করায় খাল দখল ও অব্যবস্থাপনার সুযোগ সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে ডিসি বলেন, যদিও তারা নিয়মিত অফিস করেন না, তবুও মাঠপর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছেন।

  • এন বি আকাশ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বন্যা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর