Logo

সারাদেশ

ভোলায় মসজিদের খতিব হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৪

ভোলায় মসজিদের খতিব হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও ভোলা সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতীব মাও. মো. আমিনুল হক নোমানীর নৃশংস হত্যা বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসার মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে মানববন্ধনে পরিণত হয়। মানববন্ধনে মাদ্রাসার বিভিন্ন বিষয়ের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ভোলায় মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা

মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাও. মো. মোশাররফ হোসাইন, উপাধ্যক্ষ মাও. মো. বিন ইয়ামীন, হেড মুহাদ্দিস মাও. মো. আব্দুল হক, শিক্ষার্থী মো. আবদুর রহমান, মো. কায়কোবাদ প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষক আমিনুল হক নোমানী একজন আদর্শ শিক্ষক ও খতীব, এবং তিনি একজন প্রভাবশালী বক্তা ছিলেন।

বক্তারা আরও বলেন, ভবিষ্যতে কোন শিক্ষক, সুশীল সমাজের ব্যক্তি বা শিক্ষার্থীর উপর যে কোনো ধরনের আক্রমণ ভোলাবাসী শক্ত হাতে দমন করবে। প্রশাসনের দৃষ্টি কামনা করে তারা বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর