ভাঙ্গায় পুনরায় সড়ক ও রেলপথ অবরোধ, চেয়ারম্যান গ্রেপ্তার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩
-68c653a12bbbc.jpg)
ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্তের প্রতিবাদে রোববার সকাল থেকে সড়ক ও রেলপথ অবরোধ করেছে আন্দোলনকারীরা। ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্তের প্রতিবাদে রোববার সকাল থেকে সড়ক ও রেলপথ অবরোধ করেছে আন্দোলনকারীরা। এ আন্দোলনের প্রধান সমন্বয়কারী আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকেই বিভিন্ন স্থানে অবস্থান নেওয়ার ফলে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক ও রেল যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। বিশেষ করে ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, খুলনা, বাগেরহাটসহ গুরুত্বপূর্ণ জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগ বন্ধ হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
আরও পড়ুন : ফরিদপুরে রাস্তা অবরোধকারীদের কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে টানা তিনদিন সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা দেন এ আন্দোলনের প্রধান সমন্বয়কারী চেয়ারম্যান সিদ্দিক মিয়া। শনিবার গভীর রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
জানা গেছে, ফরিদপুর-৪ আসনের আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে এ আন্দোলন শুরু হয়। গত সপ্তাহে এ আন্দোলনকারীরা টানা তিন দিন সড়ক অবরোধ করেছিলেন।
আন্দোলনকারীরা বলেছেন, কাফনের কাপড় পড়ে আন্দোলনে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ও রেল অবরোধ চলবে। কোনো ভয় দেখিয়ে আমাদের দমানো যাবে না।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল জানান, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র্যাব ও পুলিশের প্রায় এক হাজার আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে। কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইমরান মুন্সী/এমবি