ফরিদপুরে রাস্তা অবরোধকারীদের কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫
-68c666edbca67.jpg)
সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : বাংলাদেশের খবর
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে যারা রাস্তা অবরোধ করেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাস্তা অবরোধ করার অধিকার কারও নেই। তারা লাখ লাখ মানুষকে জিম্মি করে রাখছে। এটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। তারা যদি আজকের মধ্যে এটা সমাধান না করে, তাহলে আইন প্রয়োগ করতে বাধ্য হব।
আরও পড়ুন : ভাঙ্গায় পুনরায় সড়ক ও রেলপথ অবরোধ, চেয়ারম্যান গ্রেপ্তার
তিনি জানান, কোর কমিটির বৈঠকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সম্প্রতি অনুষ্ঠিত কয়েকটি নির্বাচন, পুলিশের প্রশিক্ষণ ও আসন্ন নির্বাচনের প্রস্তুতি, ছিনতাই-চুরি-ডাকাতি ও সীমান্ত বিষয়ক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বিশেষভাবে ফরিদপুরের দুটি ইউনিয়ন নিয়ে যে সমস্যা তুলে ধরা হয়েছে, সেটিও আলোচ্য ছিল।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফরিদপুরের ওই দুটি ইউনিয়ন আগে যে সংসদীয় আসনে ছিল, সেগুলো অন্য আসনে দেওয়ার পর সেখানে স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করেছে। তবে এ সমস্যা সমাধান নির্বাচন কমিশনের বিষয়— ‘এটা নির্বাচন কমিশন করেছে, যুক্তি-তর্ক শোনার পর তারা সিদ্ধান্ত নিয়েছে’।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি লোকজনের মধ্যে ক্ষোভ থাকে, তা যথাযথ চ্যানেলের মাধ্যমে জানানো উচিত ছিল। জনগণের দুর্ভোগ সৃষ্টি করে রাস্তা অবরোধ করা সমর্থনযোগ্য নয়। তিনি বলেন, ‘এ দুটি ইউনিয়নে কতজন মানুষ আর কতজন ভোটার— অথচ তারা লাখ লাখ লোককে জিম্মি করে রাখছে। এটা কোনোভাবেই নেওয়া যাবে না।
সূত্রে জানা যায়, আইন প্রয়োগকারী সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জনদুর্ভোগ অব্যাহত থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় রাজনৈতিক ও মানবাধিকার সমিতিগুলো থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এনএমএম/এমবি