সংবাদ প্রকাশের পর টঙ্গীবাড়ীতে যানজট নিরসনে ইউএনওর উদ্যোগ

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩
-68d892b5bbfbb.jpg)
দৈনিক বাংলাদেশের খবর-এর অনলাইন সংস্করণে শনিবার সকালে যানজট নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
দুপুরে তিনি উপজেলা চত্বরে গিয়ে যানজট নিরসনে আনসার সদস্য ও স্বেচ্ছাসেবক নিয়োগ দেন। পরে বিকেলে সাংবাদিকদের কাছে এ উদ্যোগের ছবি ও তথ্য পাঠান তিনি।
এ সময় উপজেলা থানা-পুলিশ, আনসার-ভিডিপি কর্মকর্তাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মন্তব্য, দীর্ঘদিনের ভোগান্তির পর প্রশাসনের এ পদক্ষেপ প্রমাণ করেছে, চাইলে তাৎক্ষণিক সমাধান সম্ভব।
নাজমুল ইসলাম পিন্টু/এআরএস