Logo

সারাদেশ

‘খাগড়াছড়ির পরিস্থিতি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ’

Icon

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০২

‘খাগড়াছড়ির পরিস্থিতি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ’

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়ির গুইমারা উপজেলার সাম্প্রতিক পরিস্থিতিকে ‘পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ’ বলে মন্তব্য করেছেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন (রানা)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গুইমারা রিজিয়নের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

রিজিয়ন কমান্ডার বলেন, ‘এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় আমরা কাজ করছি এবং তা আগামীতেও অব্যাহত থাকবে। পাহাড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সব ধরনের সমস্যা মোকাবিলায় আমরা প্রস্তুত।’

মতবিনিময় সভায় গুইমারার জোন কমান্ডার লে. কর্নেল ইসমাইল শামস আজিজী, রিজিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ‘জুম্ম ছাত্র জনতা’র ব্যানারে অবরোধ কর্মসূচি পালিত হয়। অবরোধ চলাকালে দফায় দফায় বিক্ষিপ্ত ঘটনার পর গত শনিবার দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সেনাবাহিনী সংঘর্ষ ধর্ষণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর