সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশের খবরের সাংবাদিকের ওপর হামলা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১৭:২২
-(70)-68dfb1f6639e1.jpg)
হামলার শিকার সাংবাদিক এসএম মিজান।
রাতের আধাঁরে সরকারি জায়গার গাছ কাটার সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশের খবরের গৌরনদী উপজেলা প্রতিনিধি এসএম মিজানের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে টরকী এলাকায় ঘটনাটি ঘটে।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে ঘটনার সঙ্গে জড়িত বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এসএম মিজান অভিযোগ করে বলেন, ‘রাতের আধাঁরে সরকারি গাছ কেটে সমালোচনার মুখে স্বেচ্ছাসেবক দলের গৌরনদী শাখার যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম রোকনকে কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা স্বেচ্ছাসেবক দল। এ নিয়ে ‘সরকারি গাছ কাটায় গৌরনদীতে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার’ শিরোনামে বাংলাদেশের খবর পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। পরবর্তীতে ঘটনার সত্যতা পেয়ে রোকনকে বহিষ্কার করে দল। এরপর থেকেই রোকন ও তার সহযোগীরা আমার ওপর ক্ষিপ্ত ছিল।’
তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টার দিকে টরকী চৌরাস্তায় বসে এক ব্যবসায়ীকে নিয়ে চা পান করছিলাম। এরমধ্যে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা রোকন ও তার সহযোগীরা এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে তুই কীভাবে এলাকায় থাকিস এবং কীভাবে নিউজ লেখিছ তা দেখে নেব বলেই আমার ওপর হামলা চালায়। এসময় আমার ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এসে আমাকে রক্ষা করে। পরবর্তীতে হামলাকারীরা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। যাওয়ার আগে তারা আমার মানিব্যাগসহ সাড়ে দশ হাজার টাকা ও ভিসা কার্ড নিয়ে গেছে।’
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সফিকুল ইসলাম রোকন বলেন, ‘হামলা কিংবা কোনো হুমকির ঘটনা ঘটেনি।’
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।’
- এসএম জুয়েল/এমআই