Logo

সারাদেশ

চিকিৎসক

রক্তনালী কাটায় অতিরিক্ত রক্তক্ষরণে বিচারকের ছেলের মৃত্যু

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১৬:৩১

রক্তনালী কাটায় অতিরিক্ত রক্তক্ষরণে বিচারকের ছেলের মৃত্যু

রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনের (১৯) তিন জায়গায় রক্তনালী কাটায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. কফিল উদ্দিন ও প্রভাষক শারমিন সোবহান কাবেরী তাওসিফের ময়নাতদন্ত সম্পন্ন করেন। এতে প্রায় ৩০ মিনিট সময় লেগেছে।

ময়নাতদন্তের সময় বিচারক আব্দুর রহমান বাইরে অপেক্ষা করেন। দুপুর সোয়া ১২টায় ময়নাতদন্ত শেষে তাওসিফের মরদেহ দাফনের জন্য জামালপুরের গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। সন্ধ্যায় সেখানে দাফন করা হবে।

ময়নাতদন্তকারী ডা. কফিল উদ্দিন বলেন, তাওসিফের ডান উরু, ডান পা ও বাহুতে ধারালো ও চোখা অস্ত্রের আঘাত রয়েছে। এই তিনটি জায়গায় রক্তনালী কেটে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

পুলিশের সুরতহাল প্রতিবেদনে তাওসিফের গলায় কালশিরা দাগ থাকার কথা উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে ময়নাতদন্তকারী চিকিৎসক বলেন, নরম কাপড় দিয়ে শ্বাসরোধের কারণে এই দাগটি হতে পারে। তবে এটি মৃত্যুর প্রধান কারণ নয়। ধারালো অস্ত্রের আঘাত ও শ্বাসরোধে হত্যার চেষ্টা একই সময়ে হয়েছে।

রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন। হামলাকারী লিমন মিয়া পুলিশ নজরদারিতে চিকিৎসাধীন।

এর আগে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র উপকমিশনার গাজীউর রহমান বলেন, ‘বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ডাবতলার বাসায় ঢুকে হামলা চালায় এক ব্যক্তি। এতে তার ছেলে তাওসিফ রহমান সুমন নিহত হয়েছেন।’

বাসার ব্যবস্থাপক মাহবুব সাংবাদিকদের বলেন, ‘ভবনের পাঁচতলার এক গৃহকর্মী ঝামেলা হচ্ছে বলে নিচে খবর পাঠায়। দ্রুত সেখানে গিয়ে সুমন, তার মা তাসমিন নাহার ও লিমন মিয়া নামে একজনকে মেঝেতে পড়ে থাকতে দেখি। এরপর সুমনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, গুরুতর আহত অবস্থায় তাসমিন নাহারকে হাসপাতালে আনা হয়। তার শরীরে অস্ত্রপচার চলছে। ঘটনাস্থল থেকে একজন দুর্বৃত্তকে আটক করা হয়েছে। তিনি আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর