Logo

সারাদেশ

বাংলাদেশের খবরের সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ২১:২১

বাংলাদেশের খবরের সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি

অভিযুক্ত সফিকুল ইসলাম রোকন।

বরিশালের গৌরনদীতে সংবাদ প্রকাশের জেরে স্থানীয় একজন সাংবাদিককে হাত–পা ভেঙে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নেতা সফিকুল ইসলাম রোকনের বিরুদ্ধে। 

শুক্রবার (২১ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার টরকী ট্রাক স্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে এ হুমকি দেওয়া হয়। ঘটনাটি নিয়ে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।

গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশের খবর পত্রিকার গৌরনদী প্রতিনিধি এসএম মিজান বলেন, সরকারি জায়গার গাছ কাটার ঘটনায় তার প্রতিবেদন প্রকাশের পর দলীয় পদ হারান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম রোকন। এ ঘটনার পর রোকনসহ তাঁর সহযোগীরা মিজানের ওপর হামলা চালান। পরে তিনি থানায় মামলা করেন। মামলায় রোকন জামিনে রয়েছেন।

মিজান অভিযোগ করেন, জামিনে বের হওয়ার পর থেকেই রোকন তাঁর প্রতি ক্ষিপ্ত ছিলেন। কয়েকদিন আগে দলবল নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মহড়া দেন। শুক্রবার রাতে প্রকাশ্যে হাত–পা ভেঙে ফেলার হুমকি দেন। তিনি বলেন, ‘আমি সন্ত্রাসী রোকনের বিচার চাই।’

অভিযোগের বিষয়ে জানতে সফিকুল ইসলাম রোকনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ থাকায় মন্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনাটি থানায় সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • এসএম মিজান/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সাংবাদিক নির্যাতন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর